র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখতে চান রাবাদা


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০২:৫৭ পিএম
র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখতে চান রাবাদা

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে  ৭২ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। নিউল্যান্ডস মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানদক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা। পুরো মৌসুমেই  ধারাবাহিকতা পারফরম্যান্স অব্যাহত রেখে টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখতে চান এ পেসার। 

টেস্ট ক্রিকেটে ২০১৫ সালে  ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ দিয়েই বিশ্বকে নিজের জাত চিনিয়েছেন ২২ বছর বয়সী এ ফাস্ট বোলার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ১০০ উইকেট শিকারেরও কৃতিত্ব অর্জন করা রাবাদা ‘পারফরম্যান্স অব্যাহত’ রাখতে চান। দলের বোলিং আক্রমণে নিজের ভূমিকার অগ্রগতি অব্যাহত রাখাটাই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
 
তিনি বলেন, ‘র‌্যাঙ্কিয়ের শীর্ষে ওঠার অনুভূতি বিশেষ কিছু। সব সময়ই আমি এটা চেয়ে আসছি। আশা করছি দলের জয়ে ভূমিকা রাখতে এটা অব্যাহত রাখতে পারব এবং সর্বোচ্চ চেষ্টা করব। আমি দিন দিন আরো ভালো করতে চেষ্টা করব।’
 
কোনো বিষয়ে কাজ করতে গেলে সব সময়ই নতুন কিছু আসবে উল্লেখ করে নিজের দক্ষতা সম্পর্কে রাবাদা বলেন, ‘এ পর্যন্ত আমি আমি যা উপলব্ধি করে আসছি তা হলো-সবসময়ই কিছু সমস্যা থাকে। সব সময় আপনাকে অবশ্যই সেরা দক্ষতা দেখাতে হবে, আমি এখনো শতভাগ দেখাতে পারিনি। আমি শতভাগ নির্ভুল হওয়ার চেষ্টা করছি, আপনি কখনোই হয়তো বা সেখানে পৌঁছতে পারবেন না। তবে আমি চেষ্টা করতে পারি এবং কাছাকাছি যেতে পারি।’
 
শিক্ষা এবং দক্ষতার সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতাই তার সাফল্যের মূল বলে মনে করছেন রাবাদা। দলের স্ট্রাইক বোলার হতে চান। তবে ব্যক্তিগত  চাওয়া-পাওয়ার চেয়ে দলই তার কাছে সবার আগে। তিনি বলেন, ‘দলের যেখানে প্রয়োজন আমি সেখানেই বোলিং করি। আমি বোলিং ওপেন করতে পছন্দ করি। তবে এই মুহূর্তে সেটা কঠিন। দল যে ভূমিকা আমাকে দিয়েছে তাতে আমি সন্তুষ্ট।’ 

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর