শেষ আশাটাও থাকল না পাকিস্তানের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ১০:৫২ এএম
শেষ আশাটাও থাকল না পাকিস্তানের

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রানে জিতেছে নিউজিল্যান্ড। টানা তিন ম্যাচ হারের ফলে শেষ আশাটাও থাকল না স্বাগতিকদের। কারণ প্রথম তিন ম্যাচে জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা।

সিরিজের প্রথম দুটি ম্যাচে হারের পর শনিবার (১৩ জানুয়ারি) ডুনেডিনে বড় আশা নিয়ে মাঠে নামে পাকিস্তান। ম্যাচিটতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিকরা। উইলিয়ামসনের (৭৩) টেইলরের অর্ধশত (৫২) উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৫৭ রান। পাকিস্তানের হাসান আলী-রুম্মন রঈস তিনটি করে উইকেট পেলেও রান দিয়েছেন অপ্রত্যাশিত।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মত ভেঙ্গে চুরমার হয়ে যায় পাকিস্তানের টপঅর্ডার ও মিডল অর্ডার। ওপেনার আজাহার আলী ০ রান ও ফখর জামান মাত্র দুই রানে মাঠ ছাড়েন।  এরপরই শুরুর বিপদ থামেনি স্বাগতিকদের। পর্যায়ক্রমে উইকেট পড়তেই থাকে।  

দলের বিপদের দিনে সর্বোচ্চ ১৬ রান করেন রুম্মন রঈস। অধিনায়ক সরফরাজের সঙ্গ দিয়ে কিছুক্ষণ মাঠে ছিলেন তিনি। বাবর আজম (৮), হাফিজ (০) , শোয়েব মালিক (৩), শাদাব খান (০), হাসান আলী (১), ফাহিম আশরাফ (১০), আমির (১৪) রানে আউট হয়।

প্রসঙ্গত, পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে হারের পর মূলত শেষ দুটি ম্যাচ হবে নিয়মরক্ষার।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর