সাইফ-নাঈমের তাণ্ডবে বড় সংগ্রহ বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ১০:৩০ এএম
সাইফ-নাঈমের তাণ্ডবে বড় সংগ্রহ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে প্রতিপক্ষ নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছে সাইফ হাসানরা।বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৯০ রান করেছে বাংলাদেশ। জিততে হলে নামিবিয়াকে করতে হবে ১৯১ রান।

বাংলাদেশ সময় শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে নয়টায় শুরু হয় বাংলাদেশ ও নামিবিয়ার ম্যাচ।বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে এসেছে ২০ ওভারে।

টসে হেরে নামিবিয়ার আমন্ত্রণে ব্যাট করতে নামে বাংলাদেশ।দারুণ সূচনা করেন দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ নাঈম।১৮ বলে ২৬ রান করে সাজঘরে ফিরেন পিনাক।এর পরে কাপ্তান সাইফের ৬৫ বলে ৮৪ এবং নাইমের ৬৩ বলে ৬০ রানের ঝড়ো ব্যাটিংয়ে যুবাদের সংগ্রহ হয় ৪ উইকেট হারিয়ে ১৯০ রান।

নামিবিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াই হয়েছে এর আগেও পাঁচবার। ৫ টিতেই জয়ী হয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। ২০১৬ সালে যুব বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে নামিবিয়াকে মাত্র ৬৫ রানে গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ৬৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ২ উইকেট হারিয়ে জিতেছিল।
গোনিউজ২৪/এএস

 

খেলা বিভাগের আরো খবর