ওয়ানডে বিশ্বকাপে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০৯:৪৫ এএম
ওয়ানডে বিশ্বকাপে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু

নিউজিল্যান্ডে পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১২ তম আসরের। উদ্বোধনী দিনে মাঠে নেমেছে সাইফ হাসানের দল। তাদের প্রতিপক্ষ নামিবিয়া। বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময় শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে নয়টায় শুরু হয় বাংলাদেশ ও নামিবিয়ার ম্যাচ।বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে এসেছে ২০ ওভারে। ওয়ানডে বিশ্বকাপে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই শুরু হল টাইগারদের।

ওভালের লিঙ্কন গ্রাউন্ডে টস জিতেছেন নামিবিয়ার অধিনায়ক লোহান লওরেন্স।তাদের আমন্ত্রণে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ।

প্রস্তুতিটা ভালো না হলেও মূল পর্বটা ভালো হবে আশা করা যায়।কেননা নামিবিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াই হয়েছে এর আগেও পাঁচবার। ৫টিতেই জয়ী হয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। ২০১৬ সালে যুব বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে নামিবিয়াকে মাত্র ৬৫ রানে গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ৬৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ২ উইকেট হারিয়ে জিতেছিল।
গোনিউজ২৪/এএস

 

খেলা বিভাগের আরো খবর