কৌতিনহোর জন্য ২০০ মিলিয়নের ফাঁদ পেতেছিল রিয়াল!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৮, ০৩:০৮ পিএম
কৌতিনহোর জন্য ২০০ মিলিয়নের ফাঁদ পেতেছিল রিয়াল!

কৌতিনহোকে সর্বশেষ ২০০ মিলিয়ন পাউন্ড দেওয়ার চিন্তা ছিল রিয়াল মাদ্রিদের। আপনি যদি সেটা ইউরোর অঙ্কে হিসেব করেন তাহলে তা দাঁড়াবে ১৭৭ মিলিয়ন ইউরোতে। যেটা বার্সার চেয়ে ১৭ মিলিয়ন বেশি ছিল।

স্প্যানিশ এক সাংবাদিক এমনটাই দাবি করেছেন। তার দাবি রিয়াল মাদ্রিদ কৌতিনহোকে ছিনতাই করতে চেয়েছিল। একদম শেষ মূহুর্তে তারা এ চেষ্টাটা চালায়। 
 

পত্রিকা মুন্ডো দের্পোতিবোর দাবি, রিয়াল দর-দামটা শুরু করেছিল ২০০ মিলিয়ন পাউন্ড থেকে। কিন্তু ব্রাজিলিয়ান তারকা সিদ্ধান্তটা পরির্বতন করেননি। যার কারণে রিয়াল মাদ্রিদ সফল হতে পারেনি। 

ওই খবরটিতে আরো বলা হয়, এটা খুব সহজেই অনুমেয় এবং যুক্তি সংঙ্গত কারণ। লা লিগার  বড় দুই দলেরই নজর ছিল তার দিকে। রিয়ালের অবশ্য ভাল যোগাযোগের মাধ্যম ছিলনা তার সাথে। যার কারণে মূলত বার্সায় যায় কৌতিনহো। লিভারপুল তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন শনিবার সন্ধ্যায়। 

এটা লুকানোর কিছু নেই যে,কৌতিনহো গত জুলাই থেকেই বার্সায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। যে আগ্রহটা প্রথম তৈরি করেছিল বার্সেলোনই। 

গোনিউজ২৪/এমএফ

খেলা বিভাগের আরো খবর