নতুন বছরে মেসির আরেকটি বড় অর্জন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৮, ১২:০৭ পিএম
নতুন বছরে মেসির আরেকটি বড় অর্জন

গতকাল লা-লিগায় নিজের ৪০০তম ম্যাচ খেলেন বার্সা তারকা লিওনেল মেসি। ম্যাচটিতে একটি গোল করেন বার্সার  এই সুপারস্টার। যার ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে জার্মান তারকা মুলারের করা ৩৬৫ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। এতদিন যে রেকর্ডটি ছিল মুলারের এখন তার সাথে যোগ হয়েছে মেসির নামটিও।

ম্যাচের ১২তম মিনিটে দলের প্রথম গোলটি করেন মেসি। মেসির ৩৬৫ গোলের মধ্যে ঘরের মাঠে করেন ২১১ গোল আর প্রতিপক্ষের মাঠে করেন ১৫৪ গোল। সাথে আছে ২৪টি হ্যাট্রিক এবং এক ম্যাচে ৪ গোলের  রেকর্ডও।

লা-লিগায় ৪০০ ম্যাচ খেলা ৭১তম খেলোয়াড় মেসি। সবাই জানে মেসি শুধু গোল মেশিনই নয়, সে গোলের সুযোগও তৈরি করেন। যেমন উদাহরন হিসেবে বলা যায় তার ১৪৪টি অ্যাসিষ্ট। সব শেষ ম্যাচেও পাওলিনহোকে দিয়ে একটি গোল করান। 

অন্যদিকে, বার্সার আরেক তারকা ইনিয়েস্তাও করেছেন একটি রেকর্ড। তিনি বার্সার হয়ে এখন পর্যন্ত ৬৫০ ম্যাচে অংশগ্রহণ করেন। যার গোল সংখ্যা ৫৬ এবং ৯৫টি অ্যাসিস্ট। 

বার্সার হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে (৭৬৭) অংশগ্রহণ করেন জাভিয়ার হার্নানদেজ। আর ৬০৯ ম্যাচ অংশগ্রহণ করে মেসি রয়েছেন তৃতীয়তে।

গোনিউজ২৪/এমএফ/এবি

খেলা বিভাগের আরো খবর