ইতিহাস গড়ার লক্ষ্যে লড়ছে শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৪:১৩ পিএম
ইতিহাস গড়ার লক্ষ্যে লড়ছে শ্রীলঙ্কা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে লড়ছে ভারত-শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি ফাইনালে রূপ নিয়েছে। অর্থাৎ যে পক্ষ জিতবে তাদের হাতেই থাকবে শিরোপা। আজকের ম্যাচটিতে জিততে পারলে ইতিহাস গড়বে সফরকারী শ্রীলঙ্কা। কারণ তারা এখন পর্যন্ত ভারতের মাটিতে কোন সিরিজ জিততে পারেনি অভাগা দলটি।

ঠিক এমন হিসেব নিকেশ মাথায় রেখে বাংলাদেশ সময় দুপুর ১২টায় বিশাখাপত্তমে নেমেছে দুই দল। অলিখিত ফাইনাল ম্যাচটিতে টস জিতে অতিথিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

টস জিতে শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে নামেন দানুশকা গুনাথিলকা ও  থারাঙ্গা।  শুরুটা বেশ ভালো হয়নি সফরকারীদের। দলীয় ১৫ রানের মাথায় গুনাথিলকার বিদায়ে ধাক্কা খেতে হয় তাদের।  তবে এরপরই সাদী সমরবিক্রমকে নিয়ে ঘুরে দাঁড়ান থারাঙ্গা। দু’জনে গড়েন ১২১ রানের পার্টনারশীপ। এরপর ১৬০ ও ১৬১ রানে উইকেট হারায় দলটি।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত  শ্রীলঙ্কার সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান। ব্যাট হাতে লড়ছেন ম্যাথুস ও আসলা গুণরাত্নে।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর