জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন ক্রিকেটাররা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৭, ০৩:১৫ পিএম
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন ক্রিকেটাররা

আজ (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবস। একাত্তরের এই দিনে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। অগণিত শহীদের আত্মত্যাগে এবং হাজারো মা,বোনের ইজ্জতের  বিনিময়ে এই বিজয় অর্জন হয়েছিল।তাই আজ তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সব পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে ভুল করেননি জাতীয় দলের ক্রিকেটরারাও।

জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে গিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মর্তোজা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা সকল বীরদের প্রতি।’  

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান স্মরণ করেন বীরদের, ‘দেশবাসীকে বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছাও জানান। বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের মহান আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি এই স্বাধীন দেশ, স্বাধীন পতাকা আর সেই পতাকা বুকে ধারণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অধিকার! তাদের সেই আত্মত্যাগই হোক জাতিহিসেবে আমাদের একত্রে সামনে চলার প্রেরণা।’

সবেক অধিনায়ক মুশফিকুর রহিম দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আজ ১৬ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সকল শহীদদের যারা বাংলাদেশের জন্য অকাতরে দান করে গেছেন নিজেদের জীবন।’

বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ শহীদদের স্মরণ করতে ভুলেননি, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের  আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।’

গোনিউজ ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর