ইংল্যান্ডকে জবাব দিচ্ছেন স্মিথ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭, ০৬:১৭ পিএম
ইংল্যান্ডকে জবাব দিচ্ছেন স্মিথ

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪০৩ রানের জবাবে তিন উইকেট হারিয়ে ২০৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের টার্গেটে ব্যাট হাতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। ৪৪ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে (২২) হারানোর পর দলীয় ১১ রান যোগ হতেই ক্যামেরুন বেনক্রফটকে (২৫) হারিয়ে বেশ বিপাকে পড়ে অস্ট্রেলিয়া।

এর পরই ত্রানকর্তা হিসেবে ব্যাট হাতে দলকে উদ্ধারে নামেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়া বিপদে পড়বে আর ব্যাট হাতে কাণ্ডারি হয়ে দলকে নোঙরে তুলবেন স্মিথ, কয়েক বছর ধরে এমনাটাই হয়ে আসছে। সর্বোপরি তার সাহায্যে পরের জুটি ১৭৯ পর্যন্ত স্থায়ী হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ওয়াকায়  টস জিতে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০৫ রানে প্রথম দিন শেষ করে ইংল্যান্ড। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক হাঁকিয়ে ১১০ রানে অপরাজিত ছিলেন মালান। সঙ্গী ৭৫ রানে অপরাজিত থাকা জনি বেয়ারস্টোও শুক্রবার সেঞ্চুরি (১১৯) তুলে থামেন। মালান যেতে পারেন ১৪০ পর্যন্ত।

ইংলিশদের থামাতে স্টার্ক নেন ৪ উইকেট। তিনটি পান হ্যাজেলউড। দুটি কামিন্স।

গোনিউজ ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর