১৬ ডিসেম্বর প্রীতি ম্যাচ খেলবেন সাবেক টাইগার কিংবদন্তিরা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭, ০৪:১০ পিএম
১৬ ডিসেম্বর প্রীতি ম্যাচ খেলবেন সাবেক টাইগার কিংবদন্তিরা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচে খেলবেন বাংলাদেশের ক্রিকেটের সাবেক ক্রিকেটাররা।  বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর এই ক্রিকেটাররা। এবাবের বিজয় দিবস ক্রিকেটে একে অপরের বিপক্ষে খেলবেন টাইগার কিংবদন্তিরা।

দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামবেন আকরাম-বুলবুলরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশ নামে দুটি দলে বিভক্ত হয়ে খেলবেন সাবেক ক্রিকেটাররা।

শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল যিনি জুয়েল নামে পরিচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নিহত হন এই ক্রিকেটার। ২৯ আগস্ট পাকিস্তানি সেনারা তাকে আটক করে। কয়েকদিন পরে তাকে হত্যা করে। অসীম সাহসিকতার জন্য তাকে বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয়।

শহীদ মুস্তাক ছিলেন শহীদ জুয়েলের বন্ধু। তিনিও অসাধারণ প্রতিভাধর ক্রিকেটার ও সংগঠক  ছিলেন। মুক্তিযুদ্ধে নিহত বন্ধুর হত্যার প্রতিশোধ নিতে বেরিয়ে পড়েন তিনি। স্বাধীনতার মাত্র একদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তিনিও মৃত্যুবরণ করেন। ক্রীড়াজগতের অন্যতম সেরা এই কৃতী সন্তানের স্মরণে শেরেবাংলা স্টেডিয়ামের দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে তাদের নামে। প্রতিবছর বিজয়ের দিনে তাদের স্মরণে আয়োজন করা হয় প্রীতি ক্রিকেট ম্যাচ।

শহীদ জুয়েল একাদশ থাকছেন যারা

১.শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
২.জাভেদ ওমর বেলিম
৩.আমিনুল ইসলাম বুলবুল
৪.এহসানুল হক সেজান
৫.হান্নান সরকার
৬.হাসানুজ্জামান
৭.জাহাঙ্গীর আলম
৮.নিয়ামুর রশীদ রাহুল
৯.আতাহার আলী খান
১০.তালহা জুবায়ের
১১.মোর্শেদ আলী খান
১২.শফিউদ্দিন আহমেদ বাবু
১৩.আনোয়ার হোসেন
১৪.মেহরাব হোসেন অপি।

শহীদ মুশতাক একাদশ থাকছেন যারা

১.হারুনুর রশীদ লিটন
২.হাবিবুল বাশার সুমন
৩.মিনহাজুল আবেদীন নান্নু
৪.আকরাম খান
৫.মুশফিকুর রহমান বাবু
৬.খালেদ মাহমুদ সুজন
৭.জামাল উদ্দিন বাবু
৮.মোহাম্মদ সেলিম
৯.মোহাম্মদ রফিক
১০.হাসিবুল হোসেন শান্ত
১১.সাইফুল ইসলাম
১২.তারেক আজিজ খান
১৩.মিজানুর রহমান বাবুল
১৪.ফারুক আহমেদ।

গোনিউজ ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর