ওরা যদি আমারে আউট করতে পারে করুক: রোহিত শর্মা


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭, ০২:৫৩ পিএম
ওরা যদি আমারে আউট করতে পারে করুক: রোহিত শর্মা

ক্রিকেট শক্তির খেলা নয়। এমনটিই বলছেন ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরিতে হ্যাটট্রিক করা ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে মোহালিতে সর্বশেষ ম্যাচে ২০৮ রানের ইনিংস খেলেন ভারতীয় বর্তমান দলের এই অধিনায়ক। এর আগেও দুইদফা ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন ডানহাতি এই টপঅর্ডার ব্যাটসম্যান।

শুধু ডাবল সেঞ্চুরিই নয়! এই ফর্মেটের সর্বোচ্চ (২৬৪) রানের ইনিংসের মালিকও তিনি। তাকে নিয়ে ভারতের মিডিয়াই নয়, ক্রিকেট বিশ্বেও এখন বেশ আলোচনা হচ্ছে। আগে যেখানে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি সোনার হরিণ ছিল, সেখানে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক বনে গেলেন রোহিত। এই কঠিন কাজটাকে সহজই করে দিয়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। 

৫০ ওভারের খেলায় কী করে ডাবল সেঞ্চুরি পাওয়া যায়, এমন প্রশ্নের জবাবে নাগপুরে জন্ম নেয়া এই ক্রিকেটার জানান,  ‘আমারতো আর ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স এবং এম এস ধোনির মতো শক্তি নেই। আমাকে সফল হতে হলে, নিজের বুদ্ধি দিয়েই সফল হতে হবে। সেভাবেই ব্যাটিং করতে হবে। ঠিক সময়ে ব্যাটে-বলে করতে হয়। ফিল্ডিং পজিশনের গ্যাপটাও দেখে নিতে হয়।’

বড় ইনিংস খেলার পেছনে রোহিত আরো যে টেকনিক ব্যবহার করেছেন তা নিয়ে বলেন, ‘পরিবেশ অনুযায়ী খেলে থাকি, আপনারা আমার তিনটি ডাবল সেঞ্চুরি দেখলে বুঝতে পারবেন, আমি শুরুতে স্লো খেলি, তারপর থেকে ক্রমশ গতি বাড়াতে থাকি। আমি সেদিন ঠিক করেছিলাম, নিজের ভুলে আউট হবো না। ওরা যদি আমারে আউট করতে পারে করুক।’ 
 
তিনি বলেন, ‘ক্রিজে থাকা অবস্থায় এটাই বলে যাচ্ছিলাম। যতক্ষণ পারি ব্যাটিং করে যাবো। উইকেটে নামার আগে এটাই আমার সিদ্ধান্ত ছিল। তাছাড়া মোহালির উইকেট যেমন ভালো ছিল, ঠিক তেমনি আউট ফিল্ডের গতিও দারুণ ছিল। শুধু ক্রিজে টিকে থাকা আমার দরকার ছিল আর আমি সেটাই করেছি।’

পরিশেষে নিজের ভরসার জায়গা নিয়ে রোহিত বলেন, শক্তি নয়, টেকনিকের খেলা ক্রিকেট ‘‌টাইমিংয়ের ওপরই আমার ভরসা। বলের লাইনে এসে, সে অনুযায়ী শট খেলি।’ সুত্র: আনন্দবাজার।

গো নিউজ ২৪/ এ আই  

খেলা বিভাগের আরো খবর