তামিম এবং কুমিল্লাকে নিয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭, ১১:২৫ এএম
তামিম এবং কুমিল্লাকে নিয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুরের বিপক্ষের ম্যাচে ইকেটের সমালোচনা করে বোর্ডের ‘আচরণবিধি ভঙ্গকারী’র তালিকায় নাম লেখানো তামিম ইকবালের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। শুনানি শেষে বৃহস্পতিবার কমিটির সদস্যরা বলেছেন, বোর্ডের কাছে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। তামিমের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়েও একই ধরনের কথা জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

টুর্নামেন্টের সময় ঢাকার উইকেটকে ‘জঘন্য’ বলেন তামিম ইকবাল। বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে সরব হয় তার ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। এরপর বিসিবি থেকে তাদের শোকজ করা হয়। এদিন মিরপুরে বিসিবি অফিসে হাজির হয়ে তামিম শুনানিতে অংশ নেন।

বিসিবিকে অভিভাবক সম্বোধন করে তামিম বলেন, ‘উইকেট নিয়ে কথা বলতে যেয়ে আমি যে শব্দ ব্যবহার করেছি, তা না করলেও পারতাম। বিসিবি তো আমার অভিভাবক। শুনানিতে সবাই আমার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছেন। আমি বুঝতে পেরেছি অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতাম।’

ভবিষ্যতে এমনভাবে কথা বলা থেকেও সাবধান থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দেশসেরা ওপেনার।

বৃহস্পতিবার থেকে আরব আমিরাতের শারজায় পাখতুনের হয়ে টি-টেন লিগে খেলতে নামার কথা ছিল তামিম ইকবালের। শুনানি শেষে তামিম জানান টুর্নামেন্টে খেলতে বিসিবির কোনো আপত্তি নেই, ‘আমি খেলতে যাচ্ছি। আমার ছাড়পত্র নিয়ে তাদের কোনো সমস্যা নেই।’

তামিম কথা বলার পর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তামিমের উত্তর শোনার পর কী ব্যবস্থা নেয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, ‘এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না। আমরা আমাদের সিদ্ধান্ত বোর্ডকে জানাবো। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। একই কথা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্ষেত্রে প্রযোজ্য।’

যেদিন তামিমের টি-টেন লিগ শুরু, সেদিনই কেন শুনানির তারিখ? এমন প্রশ্ন নিয়ে কয়েকদিন ধরে কানাঘুষা চলছিল। এদিন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি পরিষ্কার করেন, ‘তামিমের কারণেই ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়। আমরা চেয়েছিলাম ২১ তারিখ বসতে। কিন্তু তামিম জানান ওই সময় তিনি ছুটিতে ব্যস্ত থাকবেন।’

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর