শ্রীলঙ্কার বিপক্ষে এবার রুখে দাঁড়ালো ভারত


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৯:০৩ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে এবার রুখে দাঁড়ালো ভারত

ধরমশালার লজ্জার হার আর মোহালিতে রাজকীয় প্রত্যাবর্তন! শ্রীলঙ্কাকে ১৪১ রানে হারিয়ে তিন ওয়ান ডে সিরিজে সমতায় ফিরল ভারত৷ ডাবল সেঞ্চুরি করে ম্যাচের সেরা নেতা রোহিত৷ রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে মোহালিতে ৩৯২ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া৷ রান তাড়া করে আট উইকেটে ২৫১ রানে থেমে যায় শ্রীলঙ্কান ইনিংস৷

প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের অপরাজিত সেঞ্চুরিতে (১১১) লড়াই করে দ্বীপরাষ্ট্র৷ কিন্তু পাহাড় প্রমাণ রান তাড়া করতে গিয়ে জয় থেকে অনেক দূরে থামতে হল পেরেরা-ম্যাথিউজদের৷ মোহালিতে ম্যাচ জিতে সিরিজ ১-১ করল রোহিত অ্যান্ড কোং৷ সিরিজের শেষ ওয়ান ডে রবিবার বিশাখাপত্তনমে৷

ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন রোহিত৷ বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ করেন টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন৷ ২০৯, ২৬৪ পর অপরাজিত ২০৮৷ এর মধ্যে দু’টিই শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ প্রথমটি এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিন্নাস্বামীতে চার বছর আগে৷ পরেরটা ১৩ নভেম্বর ২০১৪৷ ইডেনে লঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলে ওয়ান ডে-তে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করেছিলেন ‘হিট ম্যান’৷ আর বুধবার মোহালিতে আরও একটি ডাবল সেঞ্চুরি করে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রী রীতিকাকে ডাবল সেঞ্চুরি উপহার দিলেন রোহিত৷

রোহিতের প্রথম একশো রান এসেছিল ১১৫ বলে ৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে৷ কিন্তু পরের শতরান আসে মাত্র ৩৫ বলে৷ লঙ্কান বোলারদের নিয়ে এদিন ছেলেখেলা করেন টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন৷ শুরুটা ছিল ধাওয়ানের৷ তার পর মোহালিতে শুধুই রো-হিট৷

ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে গুটিয়ে ছিল বিরাটহীন ভারত৷ হাসতে হাসতে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে গিয়েছিল মাস তিনেক আগে ঘরের মাঠে ভারতের কাছে ০-৯ পর্যুদস্ত হওয়া লঙ্কাবাহিনী৷

ধরমশালার মত এখানেও শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করেত পাঠায়৷ কিন্তু প্রথম ম্যাচের পুনরাবৃত্তি হতে দেননি টিম ইন্ডিয়ার দুই ওপেনার৷ ধাওয়ান ও রোহিত ওপেনিং জুটিতে ১১৫ রান যোগ করে ভারতীয় ইনিংসের ভিত মজবুত করেন৷ সেই ভিতে ইমারত গড়েন ক্যাপ্টেন নিজেই৷ ১৫৩ বলে ১২টি ছক্কা ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ২০৮ রানে অপরাজিত থাকেন ‘হিট ম্যান’৷

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর