দুর্ভাগ্য মুশফিকের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৭:৪৫ পিএম
দুর্ভাগ্য মুশফিকের

 

মুশফিকুর রহিম জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের একজন।তিনি বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়কও।তার সাথে থাকা দুই অধিনায়ক সবাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলেছেন। ওয়ান্ডে অধিনায়ক মাশরাফী শিরোপা নিয়েছেন চারবার। টি-টোয়ান্টির অধিনায়ক সাকিব আল হাসান শিরোপা নিয়েছেন একবার।

বিপিএলে দুর্ভাগা মুশফিকুর রহিম।তিনি টেস্ট অধিনায়ক (সাবেক) হওয়া সত্বেও একবারও ফাইনাল খেলতে পারেননি। এবার উঠতে পারেননি শেষে চারেও।

দল ভাল না করলেও একটা সুনাম ছিল ব্যাটে হাতে ঠিকই দায়িত্বটা সামলান। সেই সুনামটাও ধরে রাখতে পারননি এবার। বিপিএলে সবার আগে ১ হাজার রান পূর্ণ করা মুশফিক রাজশাহী কিংসের হয়ে এবার ১২ ম্যাচে করেছেন মাত্র ১৮৫ রান। ১১ ইনিংসে  ফিফটি মাত্র একটি। গড় ১৮.৫০। নির্ভরযোগ্য এ ব্যাটসম্যানের নামের পাশে যা বড্ড বেমানান!

গোনিউজ ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর