তৃতীয় ডাবল সেঞ্চুরিতে রোহিত শর্মার রেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৪:২০ পিএম
তৃতীয় ডাবল সেঞ্চুরিতে রোহিত শর্মার রেকর্ড

ডাবল সেঞ্চুরির সঙ্গে রোহিত শর্মার অদ্ভুত ভালোবাসা।  একসময় ডাবল সেঞ্চুরির কথা কল্পনা করা না গেলেও সময়ের ব্যবধানে ঠিক ক্রিকেট বিশ্ব দেখছে এর আধিপত্য।  যেমনটা বুধবার ভারতের মাটিতে আরেকটি ডাবল সেঞ্চুরি উপহার দিলেন রোহিত শর্মা।   

এ নিয়ে তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।  ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এখন ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি।  এছাড়া ওয়ানডে ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও তার দখলে। 

২০১৪ সালে ইডেন গার্ডেনে ২৬৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন এই ওপেনার। এর আগের বছরই অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ২০৯ রান করেছিলেন রোহিত। এবার করলেন হার না মানা ২০৮। ওয়ানডেতে এটি সপ্তম ডাবল সেঞ্চুরির রেকর্ড। এর মধ্যে রোহিতের ৩টি। শচিন টেন্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, ক্রিস গেইল, মার্টিন গাপটিলের একটি করে ডাবল সেঞ্চুরি আছে।

রোহিত শর্মার এই ডাবল সেঞ্চুরিতে ভর করে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের সংগ্রহটাও পাহাড় ছাড়িয়েছে। ৪ উইকেটে ৩৯২ রানের পুঁজি পেয়েছে বিরাট কোহলির দল।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর