ব্যালন ডি’অরের অজানা ছয় তথ্য


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ০৪:২১ পিএম
ব্যালন ডি’অরের অজানা ছয় তথ্য

রোনালদো-মেসি নাকি নেইমার, কার হাতে উঠবে ব্যালন ডি’অর? বৃহস্পতিবারই (৭ ডিসেম্বর) জানা যাবে তা। 

তবে তার আগে জেনে নিই ১৯৫৬ সালে যাত্রা শুরু হওয়া ব্যালেন ডি’অর সম্পর্কে কিছু অজানা তথ্য। । ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক গ্যাব্রিয়েল হান্তের সৌজন্যে জেনে নিন সেই তথ্যগুলো। 

প্রথম : ১৯৯৫ সালে ইউরোপের বাইরের প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জেতেন জর্জ উইয়াহ।   তিনি সাবেক এসি মিলানের লাইবেরিয়ান তারকা।

দ্বিতীয় : দেশ হিসেবে সর্বোচ্চ ব্যালন ডি’অর জিতেছে জার্মানি এবং হল্যান্ড। উভয় দেশের খেলোয়াড়রাই সর্বোচ্চ সাতবার করে এই পুরস্কার জয়ের স্বাদ পেয়েছেন।

তৃতীয় : ১৯৬৩ সালে একমাত্র গোলরক্ষক হিসেবে ব্যালন ডি’অর জয়ের স্বাদ পেয়েছেন লেভ ইয়াশিন।

চতুর্থ  : ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জেতেন স্যার স্ট্যানলি ম্যাথুজ। ১৯৫৬ সালে ঘরোয়াভাবে ভোটাভোটির মাধ্যমে এই পুরস্কার তুলে দেয়া হয় তার হাতে।

পঞ্চম : সর্বশেষ ২০১০ সালে একই ক্লাব থেকে তিনজনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয় সেরা তিনের তালিকায়। তারা হলেন বার্সেলোনার লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা এবং জাভি হার্নান্দেজ।

ষষ্ঠ   : ক্লাব হিসেবে সর্বোচ্চ এই পুরস্কার জিতেছে বার্সেলোনা। সর্বোচ্চ ছয়বার সম্মানজনক এই পুরস্কার নিজেদের শোকেসে তুলেছেন কাতালান ক্লাবটির খেলোয়াড়রা।
গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর