নড়াইলে গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ০৫:১৩ পিএম
নড়াইলে গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রিসোর্টের সাতটি মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধন করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মো. আব্দুর রশীদ।

বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইয়ারুল ইসলাম, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ভিসা থিং এর সিইও ফেরদৌস মুত্তাকিন, নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের পরিচালক খবির উদ্দীন আহম্মেদ প্রমুখ।

খেলায় প্রো-গ্রুপে চ্যাম্পিয়ন যশোর গলফ ক্লাবের জাহিদ ইসলাম, বেস গ্রোসে লে. ক. আরিফ আহম্মেদ বেল্লাল, রানার আপ ক্যাপ্টেন এসকে মনিরুজ্জামান, এমেচার গ্রুরেচ্যাম্পিয়ন যশোর গলফ ক্লাবের কর্ণেল আশরাফ, বেসগ্রোসে (সাভার) মো. সেলিম ও রানার আপ হয় ঢাকা ক্লাবে অঞ্জন।

ভিসা থিংকের সহযোগিতায় ঢাকা কুর্মিটোলা গলফ ক্লাব, যশোর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, আর্মি গলফ ক্লাব, সাভার গলফ ক্লাব, ঢাকা ক্লাব লিমিটেড এবং অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব অংশগ্রহন করে। প্রতিযোগিতায় ২০জন সৌখিন এবং ৮জন পেশাদার খেলোয়াড় অংশ গ্রহন করেন।

গোনিউজ২৪/কেআর

খেলা বিভাগের আরো খবর