বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির র‌্যাংকিংয়ে দারুণ পরিবর্তন


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ০৩:৫৪ পিএম
বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির র‌্যাংকিংয়ে দারুণ পরিবর্তন

বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি ইতালি।  ১৯৫৮ সালের পর এবারই এমনটি ঘটলো বুফনদের! অথচ এরপরেও র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে গেছে আজ্জুরিরা। প্লে-অফে সুইডেনের কাছে হেরেও বর্তমানে তারা রয়েছে ১৪তম স্থানে।  এদিকে ইংল্যান্ড নেমে গেছে ১৫তম স্থানে।

শীর্ষ পাঁচের অবশ্য কোনও হেরফের হয়নি। র‌্যাংকিংয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। পরেই রয়েছ ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা  ও বেলজিয়াম। স্পেন একধাপ এগিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। ফ্রান্স দুই ধাপ নেমে রয়েছে নবম স্থানে। একধাপ নেমে দশম স্থানে রয়েছে চিলি।

র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় ঝাঁপ দিয়েছে সেনেগাল। বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা এই দেশ ৯ ধাপ এগিয়ে রয়েছে ২৩তম স্থানে।

এদিকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে তারা রয়েছে ১৯২তম স্থানে।

শীর্ষ ১০ র‌্যাংকিং

১. জার্মানি

২. ব্রাজিল

৩. পর্তুগাল

৪. আর্জেন্টিনা

৫. বেলজিয়াম

৬. স্পেন

৭. পোল্যান্ড

৮. সুইজারল্যান্ড

৯. ফ্রান্স

১০. চিলি

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর