চেনা যায় জাতীয় দলের এই ক্রিকেটারকে?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৯:৩৫ পিএম
চেনা যায় জাতীয় দলের এই ক্রিকেটারকে?

তাকে বলা হয় ১৬ কোটি বাংলাদেশির প্রাণ। এত জনপ্রিয় হয়েও তিনি অতি সাধারণ। এখনো গ্রামে কিংবা বাসায় লুঙ্গি পরে ঘুরে বেড়ান। চিত্রা নদীতে সাঁতার কাটেন।  পুকুরে মাছ ধরেন। আবার কখনোবা বাইকে চড়ে এ গ্রাম থেকে ও গ্রাম ছুটে বেড়ান। 

প্রিয় পাঠক, বলছি বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মর্তোজা কথা। খেলোয়াড় মাশরাফিকে সবাই চিনলেও মাঠের বাইরে তিনি কেমন তা টের পাওয়া যাবে নড়াইলে গেলে।  মাশরাফি এমন একজন মাটির মানুষ যার হৃদয় কাঁদে দুস্থ, অসহায় মানুষের জন্য। তিনি প্রিয় গরিব অসহাররা। যেখানে মানবতা কাঁদে সেখানে ছুটে যান মাশরাফি।

তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে মাশরাফিকে দেখা গেছে গাছ থেকে জাম্বুরা পারতে সাহায্য করতে। পরনে লুঙ্গি ও সেন্টু গেঞ্চি গায়ে বস্তা ধরে জাম্বুরা কুড়াচ্ছেন মাশরাফি ঠিক এমনই একটি ছবি খুঁজে পাওয়া গেল ফেসুবকে । ছবিটি কবে-কখনকার সে বিষয়ে কিছু না জানা গেলেও সুস্পষ্ট যে মাশরাফি সত্যিই মাটির মানুষ। লক্ষ-কোটি টাকার ভেলকি আর আকাশচুম্বি জনপ্রিয়তা তার মনে বিন্দু মাত্র আহংকারবোধ জন্ম হয়নি তার মাঝে।

বি.দ্র: এর আগে গ্রামের পুকুরে জাল ফেলে মাছ ধরা অবস্থায় মাশরাফির একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।

মাছ ধরা অবস্থায় মাশরাফির সেই ছবিটি


গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর