চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ১৬ দলের ৮ দল চূড়ান্ত


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৭:২৭ পিএম
চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ১৬ দলের ৮ দল চূড়ান্ত

ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদা পূর্ণ  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। আর এক রাউন্ড পরই শুরু হবে নকআউট পর্বের রোমাঞ্চ। ইতোমধ্যেই বেশ কয়েকটি দল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে শেষ ষোলোর লড়াইয়ে উল্লেখযোগ্য দল এখনো টিকে রয়েছে।

এর আগে গ্রুপ পর্বে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। গ্রুপ পর্বের খেলা শেষে আগামী ১১ ডিসেম্বর সুইজারল্যান্ডে নিয়নে নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে। শেষ ষোলোর ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়নরা শীর্ষ বাছাই এবং গ্রুপ রানার্সআপরা অবাছাই হিসেবে ভিন্ন পটে জায়গা করে নেবে। গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ ষোলোর প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে খেলবে। অর্থাৎ, গ্রুপ রানার্সআপরা প্রথম লেগে স্বাগতিকের মর্যাদা পাবে।

নিয়ম অনুযায়ী শেষ ষোলোতে একই গ্রুপের দুটি দল মুখোমুখি হবে না। একইসঙ্গে একই দেশের দুটি ক্লাবও একে অন্যের প্রতিপক্ষ হবে না। উদাহরণস্বরূপ, ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ষোলোতে মুখোমুখি হবে না। 

তবে কোয়ার্টার ফাইনালের ড্রয়ে এসব নিয়ম চলবে না। শেষ আটে উন্মুক্ত ড্র অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে গ্রুপ পর্বের একই গ্রুপের দুটি দল কিংবা একই দেশের দুটি দল মুখোমুখি হতে পারে।

এখন পর্যন্ত এক ম্যাচ বাকি থাকতেই ইতোমধ্যে আটটি দল শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে। দলগুলো হলো- পিএসজি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, চেলসি, ম্যানচেস্টার সিটি, বেসিকটাস, টটেনহ্যাম ও রিয়াল মাদ্রিদ। ৬ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ রাউন্ডের পর বাকি আটটি দল নিশ্চিত হবে।

গো নিউজ ২৪/ এ আই 

 

খেলা বিভাগের আরো খবর