গ্রুপ নির্ধারণে ব্রাজিল-আর্জেন্টিনার সামনে ‘মহাবিপদ’


সোহরাব মাহাদী, স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০১:২৬ পিএম
গ্রুপ নির্ধারণে ব্রাজিল-আর্জেন্টিনার সামনে ‘মহাবিপদ’

দরজায় কড়া নাড়ছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ।আগামী বছরের ১৪ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২১ তম আসরের।  ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে অংশগ্রহনকারী দল গুলো।  আগামী ১ ডিসেম্বার অনুষ্ঠিত হবে আসন্ন আসরের ড্র। বরাবরের মতো এবারের আসরেও থাকছে আটটি গ্রুপ।

গ্রুপ নির্ধারণের জন্য ইতোমধ্যে ৪টি পটে ভাগ করা হয়েছে ৩২ দলকে। র‍্যাংকিংয়ের শীর্ষ ৭ দলকে রাখা হয়েছে পট ‘১’ এ। আর আয়োজক দেশ হিসেবে পট ‘১’ এ জায়গা করে নিয়েছে রাশিয়া। র‍্যাংকিংয়ে অনুসারে নির্ধারণ করা হয়েছে পরবর্তী পট গুলোও।

গ্রুপ পর্বের ম্যাচে নিজ পটের কোন দলের সাথে সাক্ষাৎ হবে না কোন দলের। তবে চিন্তায় পড়তে হচ্ছে পট ১ এর শীর্ষ দল গুলোকে। কারণ তাদের সামনে থাকছে স্পেন, পেরু, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দল। এ নিয়ে বেশ ভীতি কাজ করছে আর্জেন্টাইনদের মনে।

ব্রাজিলও চিন্তিত। কারণ পট ২ এর দল ইংল্যান্ডের গ্রুপে পড়ারও সম্ভাবনা রয়েছে তাদের। যার কারণে চিন্তিত পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

পট -১:
রাশিয়া (৬৫) আয়োজক
জার্মানি (১) 
ব্রাজিল (২)
পর্তুগাল (৩)
আর্জেন্টিনা (৪)
বেলজিয়াম (৫)
পোল্যান্ড (৬)
ফ্রান্স (৭)
 
পট-২:
স্পেন (৯)
পেরু (১০)
সুইজারল্যান্ড (১১)
ইংল্যান্ড (১২)
কলম্বো (১৩)
মেক্সিকো (১৬)
উরুগুয়ে (১৭)
ক্রোয়েশিয়া (১৮)

পট- ৩:
ডেনমার্ক (১৯)
 আইসল্যান্ড (২১)
 কোস্টা রিকা (২২)
 সুইডেন (২৪)
 তিউনিশিয়া (২৮)
 মিশর (৩০)
 সেনেগাল (৩২)
 ইরান (৩৪)

পট- ৪:
সার্বিয়া (৩৮)
 নাইজেরিয়া (৪১)
 অস্ট্রেলিয়া (৪৩)
 জাপান (৪৪)
 মরোক্কো (৪৮)
 পানামা (৪৯)
 দক্ষিণ কোরিয়া (৬২)
 সৌদি আরব (৬৩)

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর