অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড মহারন শুরু কাল, দু‍‍`দলে যারা খেলবেন


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৮:২৮ পিএম
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড মহারন শুরু কাল, দু‍‍`দলে যারা খেলবেন

আগামীকাল শুরু হচ্ছে মর্যাদার অ্যাশেজ সিরিজ। বৃহস্পতিবার ব্রিসবেনের গ্যাবায় পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ফেবারিট হিসেবেই শুরু করবে। তবে ছাড় দেবে না ইংল্যান্ডও। 

ঠিক ১৩৫ বছর আগে ১৮৮২ সালে অ্যাশেজ সিরিজ শুরু। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যকার এটি ৭০তম সিরিজ। দুই দল সমান ৩২টি করে সিরিজ জিতেছে। অন্যদিকে পাঁচ সিরিজ ড্র হয়। 

জয়ের দিক থেকে অবশ্য এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ১৩০ জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে ১০৬টি। ৮৯টি টেস্ট ড্র হয়। অ্যাশেজে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ২৬৪টি সেঞ্চুরি করেছেন; যার ২৩টি ছিল ২০০ রানের বেশি। অন্যদিকে ইংল্যান্ডের ২১২টি সেঞ্চুরির ১০টি ছিল ২০০ রানের অধিক।

অস্ট্রেলিয়ান বোলাররা অ্যাশেজের এক টেস্টে ৪১ বার ১০ উইকেট নেয়ার কীর্তি দেখিয়েছেন। অন্যদিকে ইংলিশ বোলাররা ৩৮ বার টেস্টে ১০ উইকেট নিয়েছেন। অ্যাশেজে সর্বোচ্চ ৫০২৮ রান করার রেকর্ড ডন ব্রাডম্যানের দখলে। অন্যদিকে সর্বোচ্চ ১৯৫ উইকেট নেয়ার রেকর্ড আরেক অস্ট্রেলিয়ান শেন ওয়ার্নের দখলে।

১৯৮৬-৮৭ সাল থেকে ব্রিসবেনের গ্যাবায় কোনো টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। অতীত পরিসংখ্যান ও ইতিহাস এগিয়ে রাখছে অজিদের। অন্যদিকে বুকিরাও এগিয়ে রাখছেন স্টিভেন স্মিথের দল। বুকিদের মতে, ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনার হার ১৩/২০। অন্যদিকে ইংল্যান্ডের ক্ষেত্রে হারটা ৫১/২০। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পক্ষে ৭১/২০।

অস্ট্রেলিয়া দল 
ক্যামেরন ব্যাঙ্ক্রফট, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিওন, জোশ হ্যাজলউড, জ্যাকসন বার্ড, চ্যাড সাইয়ের্স।

ইংল্যান্ড দল 
এলিস্টার কুক, মার্ক স্টোনেমান, জেমস ভিনস, জো রুট , দাউদ মালান, গ্যারি ব্যালেন্স, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকেস, স্টুয়ার্ট ব্রড, জেমস এন্ডারসন, মেজেন ক্রেন, বেন ফোক্স, জেক বল, ক্রেইগ ওভারটন, টম কারারন 

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর