বিপিএল-২০১৭: কে বেশি ছক্কা হাঁকিয়েছেন, তালিকায় রয়েছেন যারা


আরিফুর রাজু প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ১১:৫৪ এএম
বিপিএল-২০১৭: কে বেশি ছক্কা হাঁকিয়েছেন, তালিকায় রয়েছেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যাতে ব্যাটিং সেক্টরে আধিপত্য দেখিয়ে টাইমলাইনে বিদেশি ব্যাটসম্যানরা। যদিও শেষের দুই-তিনটি খেলায় রানে ফিরেছেন দেশীয় ব্যাটসম্যান-ইমরুল-সাব্বির ও নাসিররা। 

চলতি বিপিএলে রান সংগ্রহকারীদের তালিকায় সবার উপরে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের মারকুটে ব্যাটসম্যান ইভিন লুইস।  সাত ম্যাচে ৩৯.৮৩ গড়ে ২৩৯ রান সংগ্রহ করেছেন তিনি।  যাতে দুইটি অর্ধশতকও রয়েছে।  এরপরের অবস্থান রবি বোপারার।  রংপুর রাইডার্সের এই ব্যাটসম্যান ৬ ম্যাচে ৩৫.৫০ গড়ে ২১৯ রান করেছেন।  এর পরের অবস্থানে থাকা উপুল থারাঙ্গাার সংগ্রহ ২০৬ রান। 

এটা গেল সর্বোচ্চ তিন রান সংগ্রহকারীর তালিকা।  এবার আমরা তুলে ধরবো চলতি বিপিএলে সর্বোচ্চ ছক্কা কে হাঁকিয়েছেন। এ তালিকায়ও শীর্ষে রয়েছেন ডায়নামাইটসের ব্যাটসম্যান ইভিন লুইস।  বিপিএল সাতটি ম্যাচে অংশ নিয়ে এখন পর্যন্ত ১৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।  এরপর রান সংগ্রহকারীরর তালিকায় ১৩ নম্বরে থাকা কার্লোস ব্র্যাথওয়েট রয়েছেন দ্বিতীয়তে। তিনি ১২টি ছক্কা হাঁকিয়েছেন। তৃতীয়স্থানে রয়েছেন লুক রঞ্চি। তিনি ১১টি ছক্কা হাঁকিয়েছেন।

দেখে নিন সর্বোচ্চ ছয় হাঁকানোর তালিকাটি।

প্রসঙ্গত, চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর।  আসরটিতে অংশ নিয়েছে মোট সাতটি দল। দলগুলো হচ্ছে,ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।

৪ নভেম্বর সিলেট-ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের যাত্রা। এবারের আসরে ম্যাচের সংখ্যা ৪৬। প্রথম পর্ব, এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর ভেন্যুর সংখ্যা তিন।  

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর