হাইভোল্টেজ ম্যাচে ঢাকার সামনে রংপুরের চ্যালেঞ্জিং লক্ষ্য


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ০৭:৩৫ পিএম
হাইভোল্টেজ ম্যাচে ঢাকার সামনে রংপুরের চ্যালেঞ্জিং লক্ষ্য

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের বেশি বাজেটের দুই দল ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে আজ। হাইভোল্টেজ এ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১৪৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রংপুর রাইডার্স।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪২ রান করে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ব্যাটিং দানব ক্রিস গেইল। ৪ ছক্কা ও ৫ চারে ২৮ বলে খেলেন অর্ধশতকের এ ইনিংস। এদিন আরেক তারকা ম্যাককালামের করেন মাত্র ৬ রান।

ঢাকার পক্ষে দলটির অধিনায়ক সাকিব আল হাসান শিকার করেন ৫ উইকেট। শহীদ আফ্রিদি ২, আমির ও মোসাদ্দেক নেন একটি করে উইকেট। 

এর আগে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ঢাকার দলপতি। আজ মঙ্গলবার দিনের দ্বিতীয় খেলাটি সন্ধ্যা ৬টায় হোম অব ক্রিকেট অনুষ্ঠিত হয়। মিরপুর থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর