ভারত-শ্রীলঙ্কা সিরিজের পরেই নতুন কোচ! চমক বিশ্বক্রিকেটে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৮:৪৭ পিএম
ভারত-শ্রীলঙ্কা সিরিজের পরেই নতুন কোচ! চমক বিশ্বক্রিকেটে

চলতি ভারত সফরের পরেই শ্রীলঙ্কা পাচ্ছে নতুন কোচ। চণ্ডিকা হাতুরুসিং। শ্রীলঙ্কা বোর্ডের এক প্রভাবশালী কর্তা কার্যত নিশ্চিত করেছেন এই খবর। তিনি জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে হাতুরুসিংয়ের হাতেই উঠছে কোচিংয়ের দায়িত্বভার। যিনি সদ্য বাংলাদেশের কোচিং থেকে সরে দাঁড়িয়েছেন।

সেই সূত্রে আরো জানানো হয়েছে, চলতি সফরের পরেই কলম্বো আসছেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে নেয়া হতে পারে তাঁকে। বাংলাদেশের ক্রিকেট কর্তারা এখনও হাতুরুকে কোচ হিসেবে পেতে আগ্রহী। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত  চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। তবে হাতুরু আর বাংলাদেশে ফিরতে ইচ্ছুক নন।

অন্যদিকে, চলতি বছরের জুন মাসে হেড কোচ গ্রাহাম ফোর্ড চাকরি ছাড়ার পর এখনও বিনা কোচেই কার্যত খেলছেন লঙ্কান ক্রিকেটাররা। তাই ‘এ’ দলের কোচ পোথাসকেই জাতীয় দলের দেখভাল করতে হচ্ছে। তবে ক্রিকেট সূচি বলছে, যদি হাতুরুসিং দায়িত্ব নেন, তাহলে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হবে পরের বছরের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে।

বাংলাদেশের হতে আশাতীত সাফল্য পেয়েছেন হাতুরুসিং। তিন বছরের মেয়াদকালে হাতুরু বাংলাদেশকে যেমন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছোতে সাহায্য করেছেন, তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। টেস্টেও ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করেছে এশীয় টাইগাররা। অ্যাওয়ে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে বাংলাদেশ।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর