টি-টোয়েন্টিতে আফ্রিদির নতুন রেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৫:২৫ পিএম
টি-টোয়েন্টিতে আফ্রিদির নতুন রেকর্ড

বিপিএলে দারুণ ছন্দে ঢাকা ডায়নামাইটস। দারুণ ছন্দে আফ্রিদি। চলতি বিপিএলে অংশ নিয়ে শুরু থেকেই ফর্মে সাবেক পাকিস্তানি অধিনায়ক।  সবশেষ রাজশাহী কিংসের বিপক্ষেও নিয়েছেন চার উইকেট।  আর তাতেই গড়েছেন নতুন রেকর্ড।

কোনো পাকিস্তানি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক ইনিংসে চারটি করে উইকেট সবথেকে বেশিবার নিয়েছেন আফ্রিদি। মোট ১১বার এক ইনিংসে চারটি করে উইকেট নিয়েছেন তিনি।  এছাড়া পাকিস্তানি বোলার হিসেবে ইয়াসির আরাফাত আর উমর গুল টি-টোয়েন্টিতে ১০ বার চারটি করে উইকেট নিয়েছেন।

রাজশাহীর বিপক্ষে সবশেষ ম্যাচে আফ্রিদি ২৬ রানের বিনিময়ে চারটি উইকেট পান। ঢাকা ডায়নামাইটসের হয়ে তিনটি ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৯ উইকেট। নিজের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাত্র ১২ রান খরচায় নিয়েছিলেন চারটি উইকেট। পরের ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ২৩ রানের বিনিময়ে পান একটি উইকেট।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২বার চারটি করে উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। আফ্রিদির সঙ্গে ১১বার করে চার উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন।
গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর