যেখানে তামিম-সাকিবকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক


আরিফুর রাজু প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৩:৩৭ পিএম
যেখানে তামিম-সাকিবকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এ নিয়ে সফলভাবে চারটি বিপিএলের আসর সম্পন্ন হয়েছে।  যাতে ব্যাট হাতে চমক দেখিয়েছেন বাংলাদেশি অনেক ব্যাটসম্যান। আবার বল হাতে গত আসরগুলোর ন্যায় এবারো তালিকায় প্রথম কাতারে টাইগার বোলারদের নাম।

এদিকে বিপিএল শনিবারে (১৮ নভেম্বর) রংপুরের বিপক্ষে নাজমুল ইসলাম অপুর অষ্টম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে টুর্নামেন্টটির হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন ইমরুল কায়েস।

এরপর ৬ষ্ঠ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন এনামুল হক বিজয়। দুর্দান্ত ফিফটি (৬২) তুলে এক হাজারীর ঘরে পৌঁছান তিনিও। মোট ৪৯টি ম্যাচে ব্যাটিং করে এই কীর্তি অর্জন করেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এছাড়া হাজারীর ক্লাবে রয়েছেন মুশফিকুর রহীম (১২৩৭), মাহমুদুল্লাহ রিয়াদ (১২২১), সাকিব আল হাসান (১০৪৪), তামিম ইকবাল (১০৫১)।

লক্ষ্যনীয় যে, বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকের নাম। এর পরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ধারাবাহিকভাবে রয়েছেন সাকিব, তামিম, ইমরুল ও এনামুল।

 

প্রসঙ্গত, মুশফিক-রিয়াদ এদিকে হাজার রানের ক্লাবে নিজের নাম লেখাতে অপেক্ষায় রয়েছেন সাব্বির রহমান। হাজারি ক্লাবে নাম লেখাতে আর মাত্র ২৭ রান দরকার এ হার্ডহিটারের। সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনও খুব একটা পিছিয়ে নেই। ৫৪ ম্যাচে ৯৬৮ রান করেছেন নাসির।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর