টি-২০‍‍`তে ছক্কার বিশ্বসেরা ১০ ব্যাটসম্যান, বিপিএল দিয়ে পোলার্ডের বাজিমাত


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ১০:২১ পিএম
টি-২০‍‍`তে ছক্কার বিশ্বসেরা ১০ ব্যাটসম্যান, বিপিএল দিয়ে পোলার্ডের বাজিমাত

স্বল্প ওভারের বিপিএল-আইপিএল ও সিপিএলসহ হাইভোল্টেজ টুর্নামেন্ট মানেই ব্যাটসম্যানদের ব্যাটিং ঝংকার। উরাধুরা চার-ছক্কা আর দশর্কদের করতালি। ওভার খুবই নগণ্য হওয়াতে কে আমির আর কে মোস্তাফিজ এসব দেখার সময় নেয় ব্যাটসম্যানদের।

বিশ্বের বাঘা বাঘা বোলাররা এখানে বড়ই অসহায়। আর এই স্বল্প ওভারের ম্যাচের বড় বিজ্ঞাপন ক্রিস গেইল-রোহিত শর্মা-পোলার্ড-লুইস কিংবা ম্যাককালামের মতো বড় তারকারা। এছাড়া উড়তিদের মধ্যে হার্দিক-ফখররাও খেলছেন দারুণ। স্বভাবতই টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুড়ি।

দর্শকের অপেক্ষায় থাকেন প্রিয় ব্যাটসম্যানের ব্যাট হাসুক। এক একটি বাউন্ডাবি কিংবা ছয় তাদের প্রাণে শান্তির খোরাক দেয়। বর্তমান বিশ্বে ছক্কা হাঁকানোর ব্যাটসম্যানদের তালিকায় প্রথমস্থান ক্যারিয়ান রাজপুত্র ক্রিস গেইলের। এখন পর্যন্ত ৭৭২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আর দ্বিতীয় স্থানে রয়েছেন স্বদেশি পোলার্ড।

শুক্রবার বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৩ ছক্কার বিনিময়ে ক্যারিয়ারে ৫০০টি ছক্কা পূর্ণ করেন তিনি।

 

গোনিউজ২৪/এআর

 

খেলা বিভাগের আরো খবর