হিরো মিরাজ থামলেন লুইস ঝড়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ০১:৫৪ পিএম
হিরো মিরাজ থামলেন লুইস ঝড়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৯তম ম্যাচে রাজশাহী কিংসের আমন্ত্রণে ব্যাটিং করছে ঢাকা ডায়নমাইটস। 

শনিবার (১৮ নভেম্বর) হোম অব ক্রিকেট মিরপুরে দুপুর একটায় শুরু হওয়া ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের হয়ে ওপেনিংয়ে নামেন ইভিন লুইস ও শহীদ আফ্রিদি।  শুরু থেকেই দু’জন ব্যাটিং তাণ্ডব চালাতে থাকে।  গড়েন ৫৩ রানের দারুণ জুটি।  মেহেদী মিরাজের বলে ক্লিন বোল্ড হয়ে আফ্রিদির সাজঘরে ফেরাতে শক্ত জুটিটি ভাঙে।  এরপর জহিরুল মাঠ ছাড়েন দলীয় ৭৫ রানের মাথায়। তার পর সর্বশেষ দলীয় ৯৯ রানের মাথায় ফিরেন লুইস। যদিও ফেরার আগে ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক তুলে নেন তিনি।  লুইসকে ফেরান মেহেদী মিরাজ। আজকের ম্যাচে এখন পর্যন্ত ৪ ওভারে বোলিং করে ২ উইকেট তুলে নিয়েছেন জাতীয় দলের নতুন তারকা। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ৯ ওভারে ৯১ রান।  উইকেট পড়েছে তিনটি। 

বিপিএলের আজকের ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসে দুই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটি হলো দলে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট লিজেন্ড কুমার সাঙ্গাকারা। বাদ পড়েছেলে ডেলপোর্ট। এছাড়া দেশি ক্রিকেটারের মধ্যে বাদ পড়েছেন খালেদ মাহমুদ। দলে যোগ দিয়েছেন সাদ্দাম হোসে। 

প্রসঙ্গত,  বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস এখন পর্যন্ত ৫ ম্যচ খেলে তিন জয় আর এক পরাজয় এবং ১ ড্র নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের পয়েন্ট ৭।  অন্যদিকে সমান সংখ্যক (৫) ম্যাচ খেলে মাত্র ২ জয় আর তিন পরাজয় নিয়ে  ৪ পয়েন্ট  পেয়েছে দলটি।  

ঢাকার দলে আফ্রিদি যোগ দেয়ার পর তারা সমানে উড়ছে। দলে এত বড় বড় তারকা থাকায় সাকিব নিশ্চিন্ত। আবার রাজশাহী আজ সিলেটকে হারিয়ে রয়েছে দারুন ফর্মে। যার ফলে আশা করা যায় ম্যাচটি তুমুল লড়াই হবে। 

ঢাকা একাদশ: 

সাকিব আল হাসান (অধিনায়ক, অলরাউন্ডার), সাদ্দাম হোসেন, কুমার সাঙ্গাকারা, মোসাদ্দেক হোসেন সৈকত (অলরাউন্ডার),  ইভিন লুইস,  শহীদ আফ্রিদি (অলরাউন্ডার), সুনিল নারাইন (অলরাউন্ডার), আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, কাইরন পোলার্ড (অলরাউন্ডার)
গোনিউজ২৪/এএআর
 

খেলা বিভাগের আরো খবর