বৃষ্টিতে আটকে গেল খুলনা-সিলেটের ম্যাচ


প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৭, ০১:১০ পিএম
বৃষ্টিতে আটকে গেল খুলনা-সিলেটের ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম ম্যাচে আজ মুখোমুখি হওয়ার কথা খুলনা টাইটানস ও সিলেট সিক্সারর্সের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দুপুর একটায় মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টিতে আটকে গেছে খুলনা-সিলেটের দ্বিতীয় ম্যাচ।

আজ বুধবার সকাল থেকেই অন্ধকার ছিল মিরপুরের আকাশ। অন্ধকার ছিল রাজধানী ঢাকার আকাশ। বেলা ১২ টা থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। যা অব্যাহত আছে। আকাশের যা অবস্থা তাতে করে যথাযথ সময়ে ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা একদমই ক্ষীণ।

দুই দলের ক্রিকেটাররা ইতোমধ্যে মাঠে উপস্থিত হয়েছেন। মাঠের দুইপাশে ওয়ার্মআপ করে সময় কাটাচ্ছেন।

ঢাকার বিপক্ষে মঙ্গলবার ম্যাচ হেরেছে খুলনা। এই ম্যাচটি তাই মাহমুদউল্লাহর দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জয়ের জন্য মাঠে নামার প্রত্যয় জানিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এভাবে হার সত্যিই হতাশাজনক। অবশ্য একটি ম্যাচ হারলেই সব শেষ হয়ে যায় না। আমরা সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবোই।’

চার ম্যাচে দুটি জয় পাওয়া খুলনার প্রতি ম্যাচেই পরিবর্তন আসছে একাদশে। সেরা কম্বিনেশন কেমন হতে পারে?- এমন প্রশ্নে দলটির কোচ শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘আমরা আসলে বিভিন্নভাবে সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি। এক ম্যাচে ব্র্যাথওয়েট তিন নম্বরে, আরেক ম্যাচে ক্লিঙ্গার তিন নম্বরে ব্যাটিং করেছিল। আজকে ক্লিঙ্গার ওপেন করেছে, আর ট্যাকটিক্যাল কারণে ধীমান ঘোষকে আগে পাঠানো হয়েছে। আশা করি, দ্রুত আমরা সেরা কম্বিনেশন খুঁজে বের করতে পারবো।’

অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করা সিলেট সিক্সার্স এখন জয়ের সন্ধানে। টানা দুই ম্যাচ হেরে যাওয়া দলটির অধিনায়ক নাসির হোসেন ঘুরে দাঁড়াতে যথেষ্ট আত্মবিশ্বাসী, ‘দুই ম্যাচ হেরে গেলেও আমাদের বিশ্বাস, খুলনাকে হারাতে পারবো। মাঠে পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে হারের বৃত্ত ভাঙতে পারবো।’

আজ জিতলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠার জোরালো সম্ভাবনা খুলনা টাইটানসের। অপরদিকে সিলেট জিততে পারলে    
উঠে আসবে টেবিলের শীর্ষে। 

খেলা বিভাগের আরো খবর