পিএসজির পর ব্রাজিলেও নতুন ঝামেলায় নেইমার!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৭, ০৯:২৫ পিএম
পিএসজির পর  ব্রাজিলেও  নতুন ঝামেলায় নেইমার!

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই ভালো নেই ব্রাজিলীয়ান তারকা নেইমার।  এখন ব্যাপারটা এমন দাঁড়ালো যে পিএসজি ছাড়তে পারলেই বাঁচেন তিনি।

কিন্তু চাইলেও তো সব হয় না। স্প্যানিশ ক্লাবটি ছাড়তে হলে ২২২ মিলিয়ন ইউরোর ফুটবলারকে অনেক আইনি মারপ্যাঁচ পার করতে হবে। এমতাবস্থায় নেইমারকে নিয়ে তার জাতীয় দলেও দেখা দিয়েছে অস্বস্তি। দলের সেরা তারকাকে নিয়ে উদ্বিগ্ন ব্রাজিল শিবির।

ব্রাজিল শিবিরে উদ্বেগের মূল কারণ নেইমারের সঙ্গে তার ক্লাব পিএসজি কোচ উনাই এমেরির সম্পর্কের অবনতি। গত সপ্তাহে জাপানের বিপক্ষে ৩-১ জেতা ম্যাচে পেনাল্টি নষ্ট করেছিলেন পিএসজি তারকা। হলুদ কার্ডও দেখেন তিনি। যা একেবারেই মেনে নিতে পারেননি তিতে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে বিধ্বস্ত নেইমার কেঁদেও ফেলেছিলেন।

তবে সেই সময় তিতে পাশে দাঁড়িয়েছিলেন প্রধান অস্ত্রের। সাংবাদিক সম্মেলন ছেড়ে উঠে যাওয়ার আগে তিতে বলেছিলেন, 'যখন আপনি অনেকের আদর্শ, তখন আরো সংযত হতে হবে।  অনেক নিখুঁত হতে হবে। তবে আমার বয়স ২৫। এখনো ফুটবলের অনেক কিছু শেখার বাকি। '
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর