নেইমার ইস্যুতে কড়া ‘প্রতিবাদ’ পিএসজির কোচের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ০৯:০৪ পিএম
নেইমার ইস্যুতে কড়া ‘প্রতিবাদ’ পিএসজির কোচের

ম্যাচের ৮৫ মিনিটের ঘটনা। মার্শেইর মাঠে পিএসজি তখন ২-১ গোলে পিছিয়ে।  গোলের আশায় তীর্থের কাকের মতো বল নিয়ে ছুটা-ছুটি শুরু করে পিএসজির খেলোয়াড়রা।  তখন মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগের দিকে এগিয়ে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ঠিক তখনই তাকে ফাউল করে বসেন মার্শেইর আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস ওকাম্পোস।

পেছন থেকে আঘাত করে নেইমারকে ফেলে দেন ওকাম্পোস। কিন্তু মেজাজ ধরে রাখতে পারেননি নেইমারও। ধাক্কা দিয়ে তাকে ফেলেও দেন।  নেইমার অবশ্য তাৎক্ষণিকভাবেই ওকাম্পোসের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু রেফারি তা মানতে রাজি হননি। যে কারণেই প্রথমে হলুদ কার্ড দেখান মার্শেইর আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। পরবর্তীতে নেইমারকেও লাল কার্ড দেন ম্যাচ রেফারি।

তবে শেষ পর্যন্ত নেইমার হারিয়ে বিধ্বস্ত দলটি ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়েন। 
 
তবে শেষ পর্যন্ত রেফারির এমন সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলেন পিএসজি কোচ।  বলেন, ‘তাকে (নেইমার) মাঠের বাইরে পাঠানোয় আমরা হতাশ। কারণ তাকে ম্যাচে বারবার ফাউল করা হচ্ছিল। আমি মনে করি রেফারি নিজেও বিষয়টি ভালভাবে অনুধাবন করবেন। আমরা অবশ্যই দলের খেলোয়াড়ের সুরক্ষা চাইব।’
 
তিনি আরও বলেন, ‘নেইমারকে দেখানো হলুদ কার্ড ন্যায্য হয়নি। সে খেলতে চায়, কিন্তু প্রায় প্রতিটি ম্যাচেই তাকে বাধা দেয়া হচ্ছে। আমার মনে হয় এটা সবারই দায়িত্ব যে উভয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সুরক্ষা দেয়া।’
 গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর