বিশুর ৫ উইকেট, ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৮:২১ পিএম
বিশুর ৫ উইকেট, ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে ক্যারিবীয়দের পেয়ে স্পিন দিয়ে চেপে ধরেছিল জিম্বাবুয়ে। স্বাগতিকদের স্পিন বিষে নীল হয়ে প্রথম ইনিংসে ২১৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।  

গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ২১৯ রান অলআউট করে দিয়ে বুলাওয়ে টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল জিম্বাবুয়ে। আজ দ্বিতীয় দিনে ব্যাটিংয়েও ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল তারা। ১ উইকেট হারিয়ে তুলে ফেলেছিল ৯১ রান।

কিন্তু এরপরই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ৬৮ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৬০ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

দ্বিতীয় উইকেটে জুটিতে ক্রেইগ আরভিনকে সঙ্গে নিয়ে দলকে ৯১ রান পর্যন্ত টেনে নেন মাসাকাদজা। কিন্তু ৩ ওভারের মধ্যেই দুজনের বিদায়ের পরই ধসে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।    

মাত্র ৬১.৩ ওভার খেলে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। মাসাকাদজার ৪২ ও আরভিনের ৩৯ রান করেন। 

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার দেবেন্দ্র বিশুর স্পিন বিষে নীল হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ৩১ বছর বয়সি এই লেগ স্পিনার ৭৯ রানে নিয়েছেন ৫ উইকেট। জেসন হোল্ডার ও কেমার রোচ নিয়েছেন ২টি করে উইকেট।

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর