২০ রানেই নেই তিন উইকেট


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৬:৪৫ পিএম
২০ রানেই নেই তিন উইকেট

বাফেলোতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার এভারেস্টসম টার্গেটে খেলতে নেমে উইকেট বিলিয়ে দিচ্ছে টাইগার ব্যাটসম্যানরা।  রোববারের ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ৩৭০ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা।

জবাবে খেলতে নেমে ২০ রানের মাথায় তিন উইকেট হারিয়ে কাতরাচ্ছে সফরকারীরা।  শেষ খবর পাওয়া পর্যন্ত ৫.১ বলে তিন উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০ রান।  মাঠ ছেড়েছেন ইমরুল (১), সৌম্য (৮) ও লিটন (৬)।  লড়ছেন মুশফিক (৫) ও সাকিব আল হাসান (০)। 
টাইগারদের এভারেস্টসম টার্গেট ছুঁড়ে দেয়ার দিনে বাফেলো পার্কে নতুন রেকর্ড গড়েন প্রোটিয়ারা।  তা হলো, ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ১২ বছর ওই রানই ছিল এ মাঠের সর্বোচ্চ। পুরনো রেকর্ড ভেঙে আজ সফরকারীদের ৩৭০ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে  নতুন রেকর্ড গড়েন প্রোটিয়ারা। 

শুধু বাফেলোতেই নয় বাংলাদেশের বিপক্ষেও এটি সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৮ সালে বেনোনিতে ৩৫৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। ৯ বছর পর নতুন উচ্চতায় উঠল প্রোটিয়ারা।  ৬ উইকেটে ৩৬৯ রান করেছে ফাফ ডু প্লেসির দল, যা বাংলাদেশের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ। সে হিসেব মতে, একদিনে দুটি রেকর্ডের মালিক হলো প্রোটিয়ারা। 
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর