ভিন্ন কারণে আলোচনায় পাকিস্তানের তিন তারকা


আরিফুর রাজু প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৭:৩৮ পিএম
ভিন্ন কারণে আলোচনায় পাকিস্তানের তিন তারকা

ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয় পাকিস্তান। সেই ওয়াকার-ইনজামাম ও শোয়েব আখতার থেকে শুরু করে বর্তমানে হাফিজ-সরফরাজরা দেশকে এগিয়ে নিচ্ছেন শক্ত হাতে। স্বাভাবিকভাবে একটি বিষয় লক্ষ্যনীয় যে, দেশটির মাটিতে ব্যাটসম্যানদের চেয়ে বেশি জন্মে বোলার। এ তালিকায় ছিলেন ওয়াকার-ওয়াসিম-শোয়েব-আফ্রিদি আর বর্তমানে বাজিমাত করছেন আমির-হাসান ও ইমাদ ওয়াসিমরা।  দিনে দিনে দেশটির বোলিং সেক্টর আরো বহুগুণে উন্নতি করছে সেটির প্রমাণ মিললো আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিং দেখে। 

শুক্রবার (২০ অক্টোবর) দল এবং ক্রিকেটারদের র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাতে বরাবরের মতো বাজিমাত দেখিয়েছে পাকিস্তানের বোলার ও অলরাউন্ডাররা।  পেসারদের মতো সর্বোচ্চ ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে দেশটির নতুন তারকা হাসান আলী।বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিং করছেন তিনি।  তালিকায় প্রথম হওয়ার দৌঁড়ে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ঘূর্ণি নায়ক ইমরান তাহির ও অস্ট্রেলিয়ার জস হ্যাজলউডকে।

হাসান

সেরা ১০ ওডিআই বোলারদের তালিকা:
১) হাসান আলী (পাকিস্তান),  রেটিং পয়েন্ট: ৭৪৩। ২) ইমরান তাহির (দক্ষিণ আফ্রিক), রেটিং পয়েন্ট: ৭২৬।  ৩) জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট: ৭১৪। ৪) কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিক), রেটিং পয়েন্ট: ৭০৩। ৫) মিচেল স্টার্ক  (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট: ৬৮৪। ৬) জাসপ্রিত বুমরা (ভারত), রেটিং পয়েন্ট: ৬৭১। ৭) ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড),  রেটিং পয়েন্ট: ৬৬৫। ৮) অক্ষর প্যাটেল (ভারত),  রেটিং পয়েন্ট: ৬৬৩। ৯) রশিদ খান (আফগানিস্তান), রেটিং পয়েন্ট: ৬৪৭। ১০) সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), রেটিং পয়েন্ট: ৬৪৬।

গেল ওয়ানডে প্রসঙ্গ।  স্বল্প আসরের টি-টোয়েন্টিতেও চমক দেখিয়েছেন দেশটির অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে বুমরা ও ইমরান তাহিরকে পেছনে ফেলে সবার উপরে স্থান তার।  প্রথমে থাকার কথা ইমাদ ওয়াসিম। দলের প্রয়োজন কিংবা বিপদে যে কোনো সময় জ্বলে ওঠার ক্ষমতা রাখেন ইমাদ। তাকে ভবিষ্যত আফ্রিদি হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।  সুদর্শন ও আফ্রিদির মতো মাঝে মাঝে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন ইমাদ। 

ইমাদ

সেরা ১০ টি-টোয়েন্টি বোলারদের তালিকা: ১) ইমাদ ওয়াসিম (পাকিস্তান),   রেটিং পয়েন্ট: ৭৪২। ২)  জাসপ্রিত বুমরা (ভারত), রেটিং পয়েন্ট: ৭২৯। ৩) ইমরান তাহির (দক্ষিণ আফ্রিক), রেটিং পয়েন্ট: ৭১৯। ৪)  রশিদ খান  (আফগানিস্তান), রেটিং পয়েন্ট: ৭১৭। ৫) মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রেটিং পয়েন্ট: ৬৯৫। ৬) স্যামুয়েল বদ্রি (দক্ষিণ আফ্রিক), রেটিং পয়েন্ট: ৬৯৪। ৭) সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), রেটিং পয়েন্ট:  ৬৭৬। ৮) জেমস ফকনার  (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট:  ৬৬১। ৯) সাকিব আল হাসান (বাংলাদেশ),  রেটিং পয়েন্ট: ৬৪৮।  ১০) মোহাম্মদ নাভিদ  (সংযুক্ত আরব আমিরাত), রেটিং পয়েন্ট:  ৬২৬।

গেল ওডিআই বোলার ও টি-টোয়েন্টি বোলারদের তালিকা। এবার আসি বিশ্বসেরা অলরাউন্ডার প্রসঙ্গে। এ ক্ষেত্রে টাইগার দলের নাম্বার ওয়ান অলরাউন্ডারকে হালকা ধাক্কা দিয়ে দুইয়ে সরিয়ে দিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।  বারবার শীর্ষস্থানে থাকা সাকিবের প্রথমস্থান দখলে নিয়েছেন ৩৬০ রেটিং পয়েন্ট অর্জন করে। 

হাফিজ

 দ্বিতীয়তে থাকা সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৩৪৫। অন্যদিকে তৃতীয়তে থাকা পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩২৯।

 

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর