ব্রাজিলের ২৫ জনের দল ঘোষণা, চমক দেখালেন কোচ তিতে


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৬:২৯ পিএম
ব্রাজিলের ২৫ জনের দল ঘোষণা, চমক দেখালেন কোচ তিতে

২০১৮ সালের জুন মাসে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ৩২ দলের বিশ্বকাপ। রাশিয়াতে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।তবে এখনি দল নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। কোন দল কেমন হবে, কারা ফেভারিট, বিশ্বকাপ কারা জিতবে, অনেক হিসাব নিকাশ। স্বাগতিক রাশিয়াসহ ২৩ দল ইতিমধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। বর্তমান ব্রাজিল দল নিয়ে কোচ তিতে খুবই আশাবাদী।

চমক দিয়ে সাবেক বায়ার্ন ও বর্তমান জুভেন্টাস তারকা ডগলাস কস্তাকে দলে ফিরিয়েছেন প্রীতি ম্যাচের জন্য  ব্রাজিল কোচ টিটে।  

নভেম্বরে জাপান ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দলেই ডাক পেয়েছেন কস্তা। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ফিলিপে লুইসের জায়গায় ডাকা হয়েছে জুভেন্টাসেরই আরেক তারকা অ্যালেক্স সান্দ্রোকে।

ব্রাজিলের জাপানের বিপক্ষে ম্যাচটি আগামী ১০ নভেম্বর, লিলেতে। তার চারদিন পর ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টিটের শিষ্যরা।

ব্রাজিল স্কোয়াড:
অ্যালিসন, কাস্সিও, এডারসন, অ্যালেক্স সান্দ্রো, মার্সেলো, দানি আলভেজ, দানিলো, জেমার্সন, মার্কুইনোস, মিরান্ডা, থিয়াগো সিলভা, কাসেমিরো, ডিয়েগো, ফার্নান্দিনহো, জুলিয়ানো, পাউলিনহো, ফিলিপে কৌতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান, ডিয়েগো সৌজা, ডগলাস কস্তা, রবের্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসাস, নেইমার ও টাইসন।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর