দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে শুরুতেই বিপদে খুলনা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৭, ০৯:৩৪ পিএম
দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে শুরুতেই বিপদে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হওয়ার কথা ছিল ৪ নভেম্বর। এরপর অবশ্য দুইবার তারিখ পরিবর্তন হয়েছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক চতুর্থ আসরের শুরুর তারিখেই মাঠে গড়াবে পঞ্চম আসরের বিপিএল। এবারের আসরে ম্যাচের সংখ্যা ৬০। প্রথম পর্ব, এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে।

এবারের বিপিএলে দল বদলের সময় আগের দল খুলনা টাইটান্সকে বেছে নিয়েছেন জাতীয় দলের ‘কুল ম্যান’ খ্যাত অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, ক্রিস লিন, মালান, রুশোর মতো বিদেশি খেলোয়াড়ের পাশাপাশি দেশি শান্ত, শফিউলের মতো তারকা ক্রিকেটার ভিড়িয়েছে দলটি। এছাড়া দলটির কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তী জয়াবর্ধানে। এক কথায়, গত আসরে প্লে-অফ পর্বে খেলা দলটির টার্গেট এবার শিরোপা ছিনিয়ে নেয়া। 

কিন্তু বিপিএলে শুরুর ১৫ দিন আগেই বড়সড় দুঃসংবাদ শুনতে হলো রিয়াদদের। কারণ ইনজুরিতে পড়েছেন দলটির অস্ট্রেলিয়ান মারকুটে ওপেনার ক্রিস লিন। ইনজুরির কারণে এই সময় জাতীয় দলের বাইরে তিনি। তাই ডানহাতি এ ওপেনারের অভাব বেশ ভালোভাবেই টের পাচ্ছে অস্ট্রেলিয়া। শুধু দল নয়; তার অভাব ভালোভাবে টের পেতে পারে খুলনা টাইটান্সও।

ক্রিস লিন

দেখে নিন খুলনা টাইটান্সে দেশি-বিদেশি ক্রিকেটারদের তালিকা

দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।

বিদেশি: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, প্রসন্ন, বেনি হাওয়েল, মালান, রুশো, অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন জফরা আর্চার (ইংল্যান্ড), শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), ইমরান আলী।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর