রান মেশিনকে ছাড়াই শেষ ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৭, ০৬:২৮ পিএম
রান মেশিনকে ছাড়াই শেষ ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হাশিম আমলার রান ছিল অপরাজিত ১১০ রান। আর পরের ম্যাচে ৮৫।  দেখেই বুঝা যাচ্ছে ব্যাট হাতে কতটা ছন্দে দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ওপেনার।  শুধু ওয়ানডে সিরিজে নয়।  টেস্টেও বেশ ছন্দে ছিলেন তিনি।  দুটি টেস্টেই এসেছে তার ব্যাট থেকে। 

অথচ দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে ছাড়াই তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিকরা।  ২২ অক্টোবর সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে তাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।  তার বদলে দলে জায়গা পেয়েছেন তরুণ এইডেন মার্করাম। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দুটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩৪ বছর বয়সী আমলা। চলমান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১০ এবং দ্বিতীয় ম্যাচে ৮৫ রান করেছেন এ তারকা ব্যাটসম্যান। দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জেতার পর তিন ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে টেস্ট অভিষেক ঘটে ২৩ বছর বয়সী মার্করামের। দুই টেস্টের ৩ ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৯৭, ১৫ এবং ১৪৩। এরপর বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের হয়ে ৮২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন এই তরুণ ব্যাটসম্যান। এবার ইস্ট লন্ডনে বাফেলো পার্কে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে এ উদীয়মান তারকার।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর