বিরল রেকর্ড গড়ে ওয়াকারকে ছাড়িয়ে গেলেন হাসান আলি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ১১:৩২ পিএম
বিরল রেকর্ড গড়ে ওয়াকারকে ছাড়িয়ে গেলেন হাসান আলি

একটা সময় ক্রিকেটারদের আতঙ্ক ছিল পাকিস্তানের পেশ বোলাররা। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস কিংবা শোয়েব আক্তাররা ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্ক।

এখনও তরুণ অনেকই আসছেন। তরুণদের মধ্যে মোহাম্মদ আমীর নিজের স্বাফল্য অনেক আগেই প্রমাণ করেছেন। এবার সেই খাতায় যোগ হলেন হাসান আলি।২৩ বছর বসয়ী এই পেসার নিজের বোলিং প্রতিভা দেখিয়েছিলেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। বিশেষ করে ফাইনালে ভারতের বিপক্ষে।

পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতাতে দারুণ অবদান রাখেন তিনি। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আজ বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ এক রেকর্ড গড়লেন। ৫ উইকেট নিয়ে দ্রুততম ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি।

বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন হাসান। ক্যারিয়ারের ২৪তম ম্যাচেই উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সবমিলিয়ে এখন হাসানের উইকেটসংখ্যা ৫১টি।

এর আগে পাকিস্তানের হয়ে এতদিন দ্রুততম ৫০ উইকেট নেয়ার রেকর্ড ছিল ওয়াকার ইউনিসের দখলে। ২৭ ম্যাচে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তার চেয়ে তিন ম্যাচ কম খেলেই ৫০ উইকেট পূর্ণ করেন হাসান।

গো নিউজ২৪/এবি

খেলা বিভাগের আরো খবর