বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০৭:৪৫ পিএম
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশ 'এ' দল। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় দল দুটিকে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ১ ওভারে ২২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন শিন টেরি। এ ছাড়া ম্যাককার্থি ৩৯, ম্যাকব্রাইন ৩৭, টাকার ২৭, গেটকাতে ২৩, মুলডার ১২ রান করেন। 
 
বাংলাদেশের সুভাশিষ রায়, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু ও তানভীর হায়দার দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন সানজামুল ইসলাম এবং মেহেদি হাসান।
 
জবাবে ১৪ ওভারে ৩ উইকেটে ৭৫ রান তুলে বাংলাদেশ ‘এ’ দল। এরপর বৃষ্টি শুরু হলে পরিত্যক্ত হয়ে যায় খেলা। বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম ১৬, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩ ও নাদিফ চৌধুরি ১ রান করে আউট হন। 
 
তবে আরেক ওপেনার জাকির হাসান সর্বোচ্চ ৩৫ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী তানভীর হায়দার অপরাজিত ছিলেন ১০ রানে। একই ভেন্যুতে আগামী ১৯, ২১, ২৪ আর ২৬ অক্টোবর সিরিজের পরের ম্যাচগুলোয় মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। 

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর