৪০ দিন পর জানা গেল সাব্বিরের অদ্ভুত রেকর্ডের কথা


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০৭:০৪ পিএম
৪০ দিন পর জানা গেল সাব্বিরের অদ্ভুত রেকর্ডের কথা

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ দল। চলমান এ সফরের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আলোচিত টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল টাইগাররা বহুল প্রতীক্ষিত সেই দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে এক অদ্ভুত রেকর্ড করেছিলেন টাইগার মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান।

প্রায় ৪০ দিন পর বিষয়টা নজরে এনেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ওই টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে দুইবার স্ট্যাম্পিংয়ের শিকার হন সাব্বির। দুইবার আবার বোলার ছিলেন নাথান লিওন। আর স্ট্যাম্পের পেছনে ছিলেন যথারীতি ম্যাথু ওয়েড।

যদিও ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। এর আগেও এমন দৃশ্য ১৯ বার দেখেছে ক্রিকেট বিশ্ব। সাব্বির সর্বশেষ হলেও প্রথম এমন ঘটনা ঘটেছে অ্যাসেজে ১৯৮৪ সালে। সাবেক ইংলিশ অধিনায়ক মানকি হর্নবাই দু'বারই আউট হয়েছিলেন স্ট্যাম্পিংয়ে।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর