দ্বিতীয় ওয়ানডেতে টাইগার দলে দুই পরিবর্তন


আরিফুর রাজু প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০৩:০৮ পিএম
দ্বিতীয় ওয়ানডেতে টাইগার দলে দুই পরিবর্তন

আরিফুর রাজু: অজানা কন্ডিশন, অদ্ভুত পরিবেশ, খেলোয়াডদের খামখেয়ালিপনা কিংবা অধিনায়ক-ম্যানেজম্যান্টের ভুল সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকায় হারের বৃত্তে বন্দি বাংলাদেশ। এর আগেও টাইগাররা দেশের বাইরে বহুবার খেলেছেন। ইডেন-লর্ডস বলেন আর মেলর্বোন-পাল্লেকেল্লে কিংবা গাদ্দাফি স্টেডিয়াম, সব জায়গাতেই কম-বেশি স্বাগতিকদের মুখোমুখি হয়েছে টাইগাররা। এমনকি জয়ও চিনিয়ে এনেছে দেশের জন্য। তাই বলে শুধু কন্ডিশনের দোহাই দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মজবুত স্কোয়াড নিয়েও দক্ষিণ অফ্রিকায় একের পর এক হার। ভাবনায় এলেও বিষয়টি মানতে কষ্ট হচ্ছে কোটি বাংলাদেশির। 

ইতোমধ্যে টেস্টে লজ্জাজনক হার। প্রথমটিতে ৩৩৩ রানে। তাও আবার দ্বিতীয় ইনিংসে ১০০ রানের ভেতর বন্দি হয়ে। তার পর দ্বিতীয় ম্যাচে রান ও ইনিংস ব্যবধানে। গেলো সেই প্রসঙ্গ। আসি ওয়ানডে সিরিজের দিকে। সেখানেই একি দুর্দশা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে হেরে ইতোমধ্যে ব্যাকফুটে মাশরাফীর দল। এজন্য বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই সফরকারীদের।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় পার্লে শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে সাত ব্যাটসম্যান এবং চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় ম্যাচেও সেরকম নাও হতে পারে। কারণ একজন পেসার কম খেলানোর পরিকল্পনার রয়েছে তাদের। 

প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনজুরিতে পড়ার পর দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি টাইগার দলের পরীক্ষিত ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের পূর্বে একমাত্র প্রস্তুতি ম্যাচেও সাইড বেঞ্চে বসে কাটিয়েছেন তিনি। এমনকি সিরিজের প্রথম ওয়ানডেতেও দলে ছিলেন না এই ওপেনার। তবে ধারণা করা হচ্ছে ইনজুরি কাটিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিরবেন। তামিম একাদশে ফিরলে কপাল পুড়বে আরেক ওপেনার ইমরুল কায়েসের।

সেঞ্চুরির পর মুশফিকের উদযাপন

ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও দলের তিন নাম্বার পজিশনে থাকবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। অর্থাৎ টপঅর্ডার দখলে থাকবে তামিম-লিটন ও সাকিবের দখলে। এরপর যথাক্রমে ব্যাটিং অর্ডারে থাকবেন প্রথম ম্যাচে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি হাঁকানো উইকেটরক্ষক মুশফিকুর রহিম, মিস্টার ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ, হার্ড হিটার সাব্বির রহমান এবং সাত নম্বরে থাকবেন নাসির হোসেন।

এদিকে অভিষিক্ত পেসার অলরাউন্ডার সাইফউদ্দিনকে রাখা হতে পারে দ্বিতীয় ওয়ানডেতেও। কারণ ব্যাট হাতে তার শেষ মুর্হুতের ভেলকি কিছুটা হলেও দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে একাদশে আরেকটি পরিবর্তন আসতে পারে। সেটি হলো তাসকিন আহমেদের পরিবর্তে দলে ঢুকতে পারেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। অর্থাট মাশরাফির নের্তৃত্বে বোলিং বিভাগে থাকবেন সাইফুদ্দিন, রুবেল। 

গোনিউজের পাঠকরা একনজরে দেখে নিন বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, লিটন কুমার দাস (উইকেটরক্ষক ব্যাটসম্যান), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন,  মেহেদি হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর