চোখের পানিতে ক্যারিয়ারের ইতি টানলেন কাকা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০১:৫২ পিএম
চোখের পানিতে ক্যারিয়ারের ইতি টানলেন কাকা

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার কাকা। মিডফিল্ডে ত্রাস ছিলেন তিনি। দলের হয়ে গোল করানো ছাড়াও মাঝে মাঝে দুর্দান্ত গোল উপহার দিয়েছেন তিনি। অবশেষে তিনি ১৬ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন।
 
অবশ্য আগেই ঘোষণা দিয়েছিলেন ওরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না। তাই এমএলএসে কলম্বাস ক্রিউ-য়ের বিপক্ষে ম্যাচটি ছিলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। নিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন হয়ে পড়েন ৩৫ বছর বয়সী কাকা। অবশ্য খেলার মাঠে কষ্টের চাপ মোটেও পড়েনি। দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে ইতি টানেন তিনি। 

তবে বিদায়টা হাসি মুখে নিতে পারেননি। ওলা কামারার একমাত্র গোলে ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাকা'র দলকে। এদিন কাকাকে সম্মাননা জানায় পুরো ওরল্যান্ডো সিটি ক্লাব।

প্রসঙ্গত, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত খেলেছেন কাকা। সেলেসাওদের হয়ে ৯২ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। পেশাদার ক্যারিয়ারের সোনালী সময়টা কাটিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানের হয়ে। ক্লাব ক্যারিয়ারে ৬৪৬ ম্যাচ খেলে কাকা গোলে করেছেন ২০৬টি।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর