এক ম্যাচে বাবর আজমের চার রেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ১০:০৬ এএম
এক ম্যাচে বাবর আজমের চার রেকর্ড

কেবলই কুঁড়ি থেকে ফুটতে শুরু করেছেন বাবর আজম। পাকিস্তানের কোচ মিকি আর্থার তরুণ এই ব্যাটসম্যানের প্রতিভা বোঝাতে এরইমধ্যে তাঁকে তুলনা করেছেন ভারতের টেস্ট অধিনায়ক কোহলির সঙ্গেই। একে একে গড়ে যাচ্ছে বড় বড় সব রেকর্ড।

ক্রিকেটে অভিষেকের পর থেকেই রান পাচ্ছেন বাবর আজম। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির জন্য ১৬ মাস এবং ১৬ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে। টানা তিন সেঞ্চুরি দিয়ে অপেক্ষা ফুরোয় বাবরের। এরপর আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি এই তরুণ উদীয়মান ব্যাটসম্যানকে।    

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বাবর আজম। তার ইনিংসে ভর করে দলও পেয়েছিল জয়। সোমবার দ্বিতীয় ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন বাবর আজম। তাকে সঙ্গে দেন শাদাব খান। সপ্তম উইকেটে তারা দুজন ১০৯ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোর এনে দেন (২১৯ রান)। ১৩৩ বলে ৬টি চারের সাহায্যে ১০১ রান করেন বাবর আজম।

এই সেঞ্চুরি করে চার চারটি রেকর্ড গড়েছেন বাবর আজম।

এক. দ্রুততম ৭ সেঞ্চুরি : ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৭ সেঞ্চুরির মালিক বাবর আজম। মাত্র ৩৩ ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি করেছেন তিনি। তার আগে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ৪১ ওয়ানডেতে করেছিলেন ৭ সেঞ্চুরি। সেটাই ছিল দ্রুততম ৭ সেঞ্চুরি। বাবর আজম সেটা ভেঙে মাত্র ৩৩ ম্যাচে করলেন সাত-সাতটি সেঞ্চুরি।

দুই. দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি : পাকিস্তানের সাঈদ আনোয়ার চারবার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। দুইবার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে মো. ইউসুফের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম।

তিন. ৩৩ ওয়ানডেতে সবচেয়ে বেশি রান : বাবর আজমের আগে ৩৩ ওয়ানডেতে এতো রান কেউ করতে পারেনি। মাত্র ৩৩ ম্যাচে তিনি রান করেছেন ১ হাজার ৬৫৯। যেখানে সেঞ্চুরি রয়েছে ৭টি!

চার. সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি সেঞ্চুরি : এর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বাবর আজম। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে দুবাই ও আবুধাবিতে সেঞ্চুরি তুলে নিলেন।

এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে টানা ৫ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। আরব আমিরাতে তার ইনিংসগুলো হল- ১২০, ১২৩, ১১৭, ১০৩ ও ১০১।

গো নিউজ২৪/এবি
 

খেলা বিভাগের আরো খবর