মেসি শুধু বোনাস-ই পাচ্ছেন ৮৬৭ কোটি!


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৭, ০৮:৫৮ পিএম
মেসি শুধু বোনাস-ই পাচ্ছেন ৮৬৭ কোটি!

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করাটা সময়ের ব্যাপার বলে মনে করে কাতালান ক্লাবটির ম্যানেজমেন্ট।  খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বার্সার সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছেন এই ক্ষুদে ফুটবল জাদুকর। 

নতুন চুক্তিতে থাকছে মেসির জন্য আরও লোভনীয় অফার। নতুন চুক্তিতে মেসির সাপ্তাহিক  পারিশ্রমিক হতে পারে ৫ লাখ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৪১ লাখ টাকা টাকা। 

তবে মেসির পারিশ্রমিকের থেকে আরও বড় বিস্ময় হচ্ছে, চুক্তি নবায়ন করলে বোনাস হিসেবে ৮ কোটি ব্রিটিশ পাউন্ড পাবেন মেসি; ফুটবলের ইতিহাসের যেটি রেকর্ড সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণ প্রায় ৮৬৭ কোটি টাকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনই সংবাদ প্রকাশ করেছে ডেইলি মেইল। বোনাসের অর্থ যোগান দানের জন্য ঘরের মাঠ ন্যু-ক্যাম্পের ইমেজ স্বত্ত্ব বিক্রি করতে যাচ্ছে বার্সেলোনা।

বার্সেলোনা ম্যানেজমেন্ট ইতোমধ্যেই ক্রীড়া বিষয়ক ব্যবসায়ী প্রতিষ্ঠান ভন ওয়াগনারকে ন্যু-ক্যাম্পের ইমেজ স্বত্ত্ব বিক্রিতে সাহায্য করার জন্য নিয়োগ দিয়েছে। ন্যু-ক্যাম্পের ইমেজ স্বত্ত্ব বিক্রি করার মাধ্যমে বার্সেলোনা ১৮ কোটি ব্রিটিশ পাউন্ড আয় করতে পারবে বলে আশাবাদী। বিশ্ব ফুটবলের ইতিহাসের দ্বিতীয় বৃহৎ স্টেডিয়াম ন্যু-ক্যাম্প সম্প্র্রসারণের মাধ্যমে এর ধারণক্ষমতা বাড়িয়ে ১ লাখ ৫ হাজারে উন্নীত করার প্রকল্পও হাতে নিয়েছে বার্সা। ২০২১-২২ মৌসুম শেষে সম্প্রসারণের কাজ শেষ হবে।

উল্লেখ্য  গত প্রায় এক দশক ধরে মেসির কাঁধে ভর করেই একে পর এক সাফল্য পাচ্ছে বার্সেলোনা। দলের সেরা খেলোয়াড় হিসেবে লোভনীয় পারিশ্রমিক এবং বড় অঙ্কের বোনাস পেতেই পারেন কিং লিও।

গো নিউজ ২৪/  এ আই 

খেলা বিভাগের আরো খবর