চার মেরে ব্যাটিং শুরু ক্যাপ্টেন মাশরাফীর


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৭, ০৫:৩১ পিএম
চার মেরে ব্যাটিং শুরু ক্যাপ্টেন মাশরাফীর

টেস্টের ন্যায় এই ম্যাচেও ব্যর্থতার বৃত্তে বন্দি টাইগার ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস। প্রথমে কায়েস ২৭ রানে ফেরার পর ৩ রান করে সাজঘরের দিকে হাঁটেন সৌম্যও। পরে আশা জাগিয়েও মাত্র ২২ রানে ফিরেন টেস্ট অধিনায়ক মুশফিক। লিটন ফেরেন ৮ রানে। এতেই তাল-কূল হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ ।  এরপর সাকিবের সাথে ভালই আশা জাগাচ্ছিলেন মাহমুদউল্লাহ। তবে মাত্র ১৯ রানে আউট হয়ে ভক্তদের কপালে ভাঁজ ফেলে দেন তিনি। তবে এক প্রান্ত একাই সামলে যাচ্ছেন সাকিব। সঙ্গী হিসেবে পেয়েছেন সাব্বিরকে। ‘বড় ভাই’ সাকিব ৫৬ বলে খরচায় অর্ধশতক তুলে নেন।  এরপর সাব্বিরও  তুলে নেন অর্ধশতক।  তবে দুই জনই অল্প সময়ের ব্যবধানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন। এরপর নাসির নেমে বেশি সুবিধা করতে পারেননি। ১২ রান তুলে মাঠ ছাড়তে হয় তাকে। 

নাসির ফিরে যাওয়ার পরই ব্যাট হাতে নামেন মাশরাফী। নেমেই একটি চারের মারের মাধ্যমে ব্যাটিং শুরু করেন। তবে শেষ পর্যন্ত ১৩ বলে ১৭ রান তুলে সাজঘরে ফিরেন তিনি। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত টাইগার দলের সংগ্রহ ৪৭ ওভারে ২৫৩ রান। উইকেট পড়েছে ৯ টি।  

এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মাশরাফী বিন মর্তুজা। 

প্রসঙ্গত, স্বাগতিকদের বিপক্ষে মূল সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম‌্যাচ খেলছে মাশরাফী বাহিনী।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর