ম্যাচ ফি’র সম্পূর্ণ টাকা রোহিঙ্গাদের সাহায্য করবেন তামিম


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৬:৫৮ পিএম
ম্যাচ ফি’র সম্পূর্ণ  টাকা রোহিঙ্গাদের সাহায্য করবেন তামিম

মিয়ানমারের সেনাবাহিনী দ্বারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন  রোহিঙ্গা মুসলিমরা।  তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে সরকারসহ সাধারণ অনেকে। সে তালিকায় নিজেকেও জড়ালেন বিশ্বসেরার অলরাউন্ডার সাকিব আল হাসান।  জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনিসেফ ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে তিনি। 

তবে এবার শোনা যাচ্ছে, সাকিব ছাড়াও আরেক তারকা বাংলাদেশি ক্রিকেটারও রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতে চাইছেন। দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের দায়িত্ব থাকা তারকা ওপেনার তামিম ইকবাল সম্পূর্ণ সফরের রোহিঙ্গাদের সাহায্যে দান করবেন বলে মনঃস্থির করেছেন।

তবে বিষয়টি জানাজানি হোক, সেটা চাইছেন না তামিম ইকবাল। টাইগার ওপেনারের সহধর্মিণী আয়শা সিদ্দিকাও চেয়েছেন মানবতার সেবায় এগিয়ে আসতে।

তামিম বলেছেন, ‘ইন্টারনেটে বাচ্চাদের কি সব ছবি দেখছি! আয়েশা (মিসেস তামিম) খুব অস্থির হয়ে গেছে পানিতে ভেসে ওঠা একটা বাচ্চার ছবি দেখে। আরো কত রোহিঙ্গা বাচ্চার কাহিনী শুনছি। আমাদেরও সন্তান আছে। আয়েশা বলল, আমিও ভাবলাম কিছু একটা করি।’

জানিয়ে রাখা ভালো, দক্ষিণ আফ্রিকা সফর সব গুলো ম্যাচে খেলতে পারলে বাংলাদেশি টাকায় পনেরো লাখ টাকার মত ম্যাচ ফি পাবেন তামিম ইকবাল খান। পুরো অর্থটাই রোহিঙ্গাদের সাহায্যে কাজে লাগাতে চাইছেন তিনি।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর