বুঝিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি রাজ্জাক


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৬:৩৬ পিএম
বুঝিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি রাজ্জাক

জাতীয় লিগে খুলনার ম্যাচটির শেষ দিনে বরিশালকে করতে হতো ৩৭১ রান।  হাতে ছিল ১০ উইকেট।  কিন্তু খুলনা অধিনায়ক আবদুর রাজ্জাকের স্পিন ঘূর্ণিতে বেশিদূর এগোতে পারেনি বরিশাল।  অবশেষ তাদের ২৩৯ রানে হারাতে সক্ষম হয় খুলনা।

ম্যাচটির শেষ দিতে ফজলে রাব্বী-রাফসানের ওপেনিং জুটিতে ৫৮ রান যোগ করার পরই বিপর্যয় শুরু হয় খুলনার।  ১০ রানের মধ্যে বরিশালের প্রথম যে তিন উইকেট পড়েছে, প্রতিটি ২০ বছর বয়সী খুলনার এই বাঁহাতি স্পিনার মঈনুল ইসলামের বলে। তিনি শুরু করেছিলেন। বাকিটা শেষ করেছেন রাজ্জাক। রাজ্জাক-মঈনুলদের দুর্দান্ত বোলিংয়ে বরিশাল যখন কাঁপছে, যা একটু লড়েছেন ওপেনার ফজলে। দলের শেষ উইকেট হিসেবে রাজ্জাকের শিকার হওয়ার আগে করেছেন ৮৮ রান। 

রাজ্জাক পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম পাঁচ উইকেট। ম্যাচে ৯ উইকেট। জাতীয় দলের দরজাটা বন্ধ হয়ে গেছে কবেই, তবুও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলে রাজ্জাক বুঝিয়ে যাচ্ছেন, ফুরিয়ে যাননি তিনি! 

অনুমিতভাবেই ড্র হয়েছে ঢাকা-রংপুর বিভাগের ম্যাচটি। সাইমন আহমেদ, জাহিদ জাভেদ, সোহরাওয়ার্দী শুভ ও নাসির হোসেনের ফিফটিতে রংপুর ২ উইকেটে ২৩৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। রনি তালুকদারের ফিফটিতে ঢাকা বিভাগ করে ৩ উইকেট ১৫০ রান।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর