জাতীয় লিগে নাসিরের এক টুকরো ব্যাটিং ঝড়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৬:০৬ পিএম
জাতীয় লিগে নাসিরের এক টুকরো ব্যাটিং ঝড়

নামের সাথে তার ‘ফিনিসারম্যান’ ট্যাগলাইনটা যুক্ত আছে নাসির হোসেনের। জাতীয় দলের মিডলঅর্ডারের ‘স্তম্ভ’ও তিনি।  কিন্তু হঠাৎ অজানা কারণে দল থেকে বাদ পড়েন।  সে যে বাদ পড়লেন, তার আরে সুযোগ মেলেনি জাতীয় দলে ফেরার।  তবে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্টের একটিতে দলে সুযোগ মিলেছিল তার।  এরপর দক্ষিণ আফ্রিকার সফরে স্কোয়াড থেকে ফের বাদ পড়েন নাসির।

জাতীয় দলের সফরে নেই নাসির। তাই এই সুযোগটা চলমান জাতীয় লিগে খেলে সময় কাটাচ্ছেন তিনি। আসরটিতে নিজের জেলা রংপুরের জার্সিতে দেখা যাচ্ছে তাকে।  

এদিকে চলমান লিগটিতে সোমবারের (২৫ সেপ্টেম্বর) ম্যাচের তৃতীয়দিনে ব্যাট হাতে ঝড় তুললেন নাসির।  বিপক্ষ দলের অনিয়মিত বোলারদের ওপর রীতিমত ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২৬ বলে তুলে ব্যক্তিগত অর্ধশতক।

প্রসঙ্গত, বগুড়ায় ম্যাচের প্রথম দুদিনে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডে খেলা হয়নি এক বলও। তৃতীয় দিনে খেলা হয় মাত্র ১৭ ওভার। সোমবার শেষ দিনে দুই দলই ব্যাট করেছে। নাসিরের পর ব্যাটিং অনুশীলন সেরে নিয়েছেন ঢাকার রনি তালুকদার। ম্যাচের ভাগ্যে ড্র ছাড়া অন্য কোনো ফলের উপায় ছিল না।

নাসিরের আগে ফিফটি করেন রংপুরের দুই ওপেনার সায়মন আহমেদ ও জাহিদ জাভেদ। তবে দুজনই অবসর নেন চোট পেয়ে। ৫ চার ও ৪ ছক্কায় সায়মন করেন ৬৩। জাভেদ করেন ৭ চার ও ১ ছক্কায় ৫৩।

নাসির নেমে শুরু করেছিলেন বাউন্ডারিতে। আব্দুল মজিদ, জয়রাজ শেখ, রনি তালুকদারের মত অনিয়মিত বোলারদের পেয়ে ২৫ মিনিটে মাত্র ২৬ বলে করেন অর্ধশতক।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর