ফেব্রুয়ারির অপেক্ষাই থাকতে হচ্ছে মেসির!


প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৪:০৬ পিএম
ফেব্রুয়ারির অপেক্ষাই থাকতে হচ্ছে মেসির!

স্প্যানিশ লা লিগায় দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন লিওনেল মেসি। শনিবার জিরোনার বিপক্ষে অবশ্য রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে কীর্তি গড়ার সুযোগ ছিল আর্জেন্টাইন সুপারস্টারের সামনে। তবে ম্যাচটিতে মেসি গোল না পাওয়ায় রেকর্ড গড়তে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কিং লিওকে অপেক্ষা করতে হবে।

শনিবার জিরোনার মাঠে ৩-০ গোলের বড় জয় পায় বার্সেলোনা।দুটি আত্মঘাতী গোল এবং লুইস সুয়ারেজের লক্ষ্যভেদে লা লিগার নতুন মৌসুমে টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

স্প্যানিশ লা লিগায় মেসি এবং রাউল সমান ৩৫টি দলের বিপক্ষে গোল করেছেন। জিরোনার বিপক্ষে গোল করতে পারলে রাউলকে ছাড়িয়ে যেতে পারতেন মেসি।

রাউলের এই রেকর্ড ভাঙতে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেসিকে অপেক্ষায় থাকতে হবে। ওইদিন ন্যু-ক্যাম্পে লা লিগা ম্যাচে জিরোনাকে আতিথ্য দেবে বার্সেলোনা। ম্যাচটিতে গোল করতে পারলে রাউলকে ছাড়িয়ে স্পেনের শীর্ষ লিগে সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়তে পারবেন মেসি।

গো নিউজ ২৪/  এস কে  

খেলা বিভাগের আরো খবর